ঢাকা, ০৮ মে বৃহস্পতিবার, ২০২৫ || ২৫ বৈশাখ ১৪৩২
good-food
২০৭

১০০ টাকায় দেখা যাবে ঢাকা টেস্ট

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:২১ ৩ এপ্রিল ২০২৩  

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের টিকিটের মূল্য নির্ধারণ করেছে ১০০ টাকা। আগামী মঙ্গলবার  মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড। 

 

আয়ারল্যান্ড সিরিজের শুরু থেকে অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা করেছে বোর্ড। টেস্টেও এর ব্যতিক্রম নয়।  অনলাইনে টিকিট কেনা যাবে। বিসিবির অফিসিয়াল ওয়েবসাইট টাইগার ক্রিকেটে ব্যক্তিগত মুঠোফোন নম্বর ও জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে সর্বোচ্চ দুটি টিকিট কেনা যাবে।

 

অনলাইনে টিকিট কেনার পর একটি নিশ্চিতকরণ ‘টিকিট কোড’ দেওয়া হবে। সেই কোড এবং জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করে স্টেডিয়ামের এক নম্বর গেট সংলগ্ন বুথ থেকে টিকিট সংগ্রহ করতে হবে৷

 

টেস্ট উপভোগ করার জন্য সর্বনিম্ন ১০০ টাকায় স্টেডিয়ামের ইস্টার্ন গ্যালারির টিকিট কেনা যাবে। এ ছাড়া ক্লাব হাউজ ৩০০ টাকা, ভিআইপি ৫০০, গ্র্যান্ড স্ট্যান্ড ১০০০ ও নর্থ-সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম ২০০ টাকা।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর