ঢাকা, ১৩ অক্টোবর সোমবার, ২০২৫ || ২৭ আশ্বিন ১৪৩২
good-food
৮৮৩

২০১৮ সালে বিশ্বে যত আলোচিত ঘটনা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৩৯ ৩১ ডিসেম্বর ২০১৮  

বিদায়-২০১৮, স্বাগত-২০১৯। বিদায়ী বছর ছিল ব্যস্ততম। এ বছরে বেশ কয়েকটি বিশেষ ঘটনা ঘটেছে। ভালো-মন্দ সব মিলিয়েই গেছে ২০১৮ সাল। তবে বিশ্বের কয়েকটি রাষ্ট্র ও তার কিছু ঘটনা আমাদের পুরো বিশ্বকে নাড়িয়ে দেয়। এমন ৫টি ঘটনা তুলে ধরা হলো-

১. গেল জুনে পৃথিবীর মানুষ দেখতে পায় বিশেষ একটি সাক্ষাত্‍কার। দুইটি পারমাণবিক শক্তিধর দেশ, একদা পরস্পরের শত্রু আলোচনায় বসেছে। প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট ও উত্তর কোরিয়ার নেতার সঙ্গে বৈঠক করেন। যদিও ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উনের সেই বৈঠক তেমন কোনো ফল বয়ে আনেনি।

২. গেল অক্টোবরে সাংবাদিক জামাল খাশোগি সৌদির ঘাতক টিমের দ্বারা নিহত হন। প্রথমদিকে সৌদি সরকার এই হত্যাকাণ্ডের কথা অস্বীকার করলেও পরে স্বীকার করেছে যে, খাশোগিকে হত্যা করার পর টুকরো টুকরো করা হয়েছে। তবে দেশটি এখনও পরিষ্কার করেনি, এই হত্যাকাণ্ডের পেছনে কার নির্দেশনা ছিল।

৩. গেল জুনে রাশিয়ায় বসে ফুটবল বিশ্বকাপ-২০১৮। এই আসরে শিরোপা জয় করে ফ্রান্স। সমর্থকরা বলেন, দেশটি এতো বন্ধুত্বপূর্ণ ও অতিথি সুলভ আচরণ করেছে যা তাদের কর্তৃত্ববাদী পরিচিতির একেবারে বিপরীত হয়েছে।

৪. প্রিন্স হ্যারি ও মার্কিন অভিনেত্রী মেগান মার্কেলের বিয়ে ছিল এ বছরের আলোচিত একটি বিষয়। গেল মে মাসে তারা জুটি বাঁধেন। উইন্ডসরে রাণী এবং ৬শ' অতিথির সামনে তারা প্রতিশ্রুতি বিনিময় করেন। পুরো পৃথিবী জুড়ে লাখ লাখ মানুষের আগ্রহের কেন্দ্রে ছিল তাদের এ বিয়ে।

৫. ২০১৮ সাল পৃথিবীজুড়ে অনেকবার চরম আবহাওয়া বয়ে এনেছে। ইউরোপের খরা হতে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্রের বনে আগুন ও এশিয়ার চরম বৃষ্টিপাত। তাইতো বিশ্ব এজেন্ডার শীর্ষে ছিল জলবায়ু পরিবর্তনের বিষয়টি। বিজ্ঞানীরা সতর্ক করে দিয়েছেন, পৃথিবীর তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে বড় বিপদ ঘটবে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর