ঢাকা, ১২ নভেম্বর বুধবার, ২০২৫ || ২৮ কার্তিক ১৪৩২
good-food

২০২৬ শেষ বিশ্বকাপ রোনালদোর

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:১২ ১২ নভেম্বর ২০২৫  

বয়স হয়ে গেছে ৪০। তবে এখনও ‘বুড়ো হাড়ের ভেলকি’ দেখিয়েই যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগাল অধিনায়ক এবার জানালেন, পরের বিশ্বকাপেও খেলতে চান তিনি। 

সম্প্রতি সিএনএন’কে এক সাক্ষাৎকার দেন রোনালদো। সেখানে তার থেকে জানতে চাওয়া হয়, ২০২৬ বিশ্বকাপ খেলবেন কিনা। রোনালদোও কোনো রাখঢাক না রেখে বলেন, “নিঃসন্দেহে, হ্যাঁ। আমার তখন বয়স হবে ৪১ এবং আমি মনে করি, বড় মঞ্চে (বিশ্বকাপে) সেটিই হবে আমার শেষ মুহূর্ত।” 

শুধু তাই নয়। আরও এক-দুই বছর খেলে যেতে চান জানিয়েছেন রোনালদো। গত সপ্তাহে তিনি জানিয়েছিলেন, ‘শিগগিরই’ অবসর নেবেন। তবে মঙ্গলবার দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী নিশ্চিত করেছেন, এই অবসর আরও এক বা দুই বছর পর হতে পারে।

রোনালদোর ‘শিগগির’ মানে সেটি এখন নয়। পর্তুগিজ ফরোয়ার্ডের এ নিয়ে ভাষ্য, “সত্যি বলতে কী, যখন আমি বলেছি ‘শিগগিরই’, তার মানে হয়তো আরও এক বা দুই বছর আমি খেলব।”

অনেকে ভেবেছিলেন ২০২২ বিশ্বকাপই হবে রোনালদোর শেষ বিশ্বকাপ। তবে পর্তুগাল কাতারে সেবার কোয়ার্টার ফাইনালে থেমে গেলেও সিআর সেভেন থামেননি। 

এবার শেষটা রাঙিয়ে অধরা শিরোপায় চুমু খেতে পারবেন তো আল নাসর তারকা? সেটি হলে যে ক্যারিয়ারে অপূর্ণতা বলতে আর কিছুই থাকবে না তার!

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো—মার্কিন মুলুকের তিন দেশে আগামী বছরের ১১ জুন থেকে শুরু হবে ফিফা বিশ্বকাপ। ততদিনে ৪১ বছর পেরিয়ে যাবেন রোনালদো। 

তবে এখনও যেভাবে শীর্ষ স্তরে খেলে যাচ্ছেন, আরেকটি বছর ফিট থাকা তেমন কোনোকিছুই নয় ম্যানচেস্টার ইউইনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের সাবেক তারকার কাছে। 

এরই মধ্যে দেশ ও ক্লাবের হয়ে ৯৫৩ গোল করে ফেলেছেন রোনালদো। ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে হাজার গোলের জন্য কাউন্টডাউনও শুরু করে দিয়েছেন তিনি। আর ২০২৬ বিশ্বকাপ দিয়ে ষষ্ঠতম বিশ্বকাপ খেলবেন আল নাসর ফরোয়ার্ড।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর