ঢাকা, ০২ মে শুক্রবার, ২০২৫ || ১৮ বৈশাখ ১৪৩২
good-food
১৫২

৮ হাজার ক্লাবে প্রথম বাংলাদেশি তামিম

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:১১ ৯ জানুয়ারি ২০২৫  

ক্যারিয়ারের গোধূলি লগ্নে ক্রিকেট ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করলেন তামিম ইকবাল। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে ৮ হাজার রান পূর্ণ করেছেন তিনি।  

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রংপুর রাইডার্সের বিপক্ষে এই মাইলস্টোন ছুঁয়েছেন তামিম। ম্যাচ শুরুর আগে মাত্র ৯ রান দূরে ছিলেন তিনি। শেষ পর্যন্ত ২৭২তম টি-টোয়েন্টি ম্যাচে এই অসাধারণ মাইলফলক অর্জন করেন ফরচুন বরিশাল অধিনায়ক।

এর আগে বাংলাদেশের আর কোনো ব্যাটার ৮ হাজার রান স্পর্শ করতে পারেননি। দ্বিতীয় স্থানে থাকা সাকিব আল হাসান এখন পর্যন্ত সংগ্রহ করেছেন ৭ হাজার ৪৩৮ রান। তৃতীয় স্থানে আছেন মাহমুদউল্লাহ, যার রান ৬ হাজার ৯০।  

৩৫ বছর বয়সী তামিমের এই কীর্তি শুধু তার ক্যারিয়ার নয়, দেশের ক্রিকেটেও গৌরবময় অধ্যায় হয়ে থাকবে। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ৮০০০ রান যে বাংলাদেশে একমাত্র তারই।
 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর