ঢাকা, ২২ আগস্ট শুক্রবার, ২০২৫ || ৬ ভাদ্র ১৪৩২
good-food
৩২৬

আইপিএলে নাচতে নাচতে অতিষ্ঠ চিয়ারলিডাররা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৪৯ ১ মে ২০২৪  

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি আসরে ব্যাটসম্যানদের কাছে অসহায় বোলাররা। প্রতি বলে বলে চার-ছক্কা হচ্ছে। এবারের আসরে প্রায় সব ম্যাচেই দুই শতাধিক রান হচ্ছে। এবারই প্রথম ১২০ বলের ইনিংসে ২৮৭ রানের রেকর্ড হয়েছে।

 

শুধু তাই নয়! কয়েকদিন আগে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স ২৬১ রানের পাহাড় গড়েও পাঞ্জাব কিংসের কাছে হেরে যায়।

 

আইপিএলে হাই স্কোরিং ম্যাচগুলোতে রীতিমতো চার-ছক্কার বন্যায় বয়ে যাচ্ছে। এতে অতিষ্ঠ হয়ে পড়ছেন চিয়ারলিডাররা। চার-ছক্কা হলেই তাদের কোমর দুলিয়ে নাচতে হচ্ছে। অথচ এই তীব্র গরমে যেখানে প্রাণ ওষ্ঠাগত, সেখানে বারবার কোমর দুলিয়ে নাচা সহজ ব্যাপার নয়।

 

তাই তো চিয়ারলিডারদের হতাশার কথা বলতে গিয়ে কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটার বরুণ চক্রবর্তী টুইটারে লিখেছেন, ‘আরে চিয়ারলিডারদের একটু বিশ্রাম দাও। ওরা তো টানা ছয় ওভার ধরে নেচেই যাচ্ছে।’ বরুণ চক্রবর্তী পরামর্শ দিয়েছেন শুধু মাত্র ছক্কা হলেই যেন চিয়ারলিডারদের কোমর দুলিয়ে নাচতে বলা হয়। 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর