ঢাকা, ০৮ মে বৃহস্পতিবার, ২০২৫ || ২৫ বৈশাখ ১৪৩২
good-food
৩১৭

আজ থেকে আইপিএল শুরু

লাইফ টিভি 24

প্রকাশিত: ১১:২৯ ৩১ মার্চ ২০২৩  

উপমহাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় আসর  আইপিএলের ১৬তম আসরের  পর্দা উঠছে আজ।জয় প্রায় নিশ্চিত। ম্যাচের ফলে টসের এই প্রভাব কমিয়ে ফেলতে নিয়মে পরিবর্তন এনেছে আইপিএল কর্তৃপক্ষ।
আহমেদাবাদে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। আহমেদাবাদে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। এবার বেশ কিছু নতুন নিয়মের সঙ্গে ক্রিকেটারদের পরিচয় করিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।  নতুন নিয়মানুযায়ী, এখন থেকে টসের আগে একাদশ চ‚ড়ান্ত করতে হবে না। অধিনায়কেরা একাদশ লেখা একাধিক কাগজ নিয়ে টস করতে নামবেন। এরপর টসের ফলের ওপর নির্ভর করে একাদশ চ‚ড়ান্ত করবেন। এ জন্য অবশ্য সময় বেশি পাবেন না। টসের পরই ম্যাচ রেফারির কাছে চ‚ড়ান্ত একাদশ দিয়ে দিতে হবে। আইপিএলের প্লেয়িং কন্ডিশনে যুক্ত করা হয়েছে এ নিয়ম।
মধ্যে টসে জেতা দল জিতেছিল ৩৪টি ম্যাচ, হেরেছিল ২৩টিতে।
টসের পর একাদশ চ‚ড়ান্তের পাশাপাশি আরেকটি নিয়মও এবার চালু  যাচ্ছে। দলগুলো ম্যাচের মাঝপথে একজন খেলোয়াড় বদলাতে পারবে, যাকে বলা হচ্ছে ইমপ্যাক্ট প্লেয়ার। টসের সময় একাদশের সঙ্গে চারজন বাড়তি খেলোয়াড়ের নাম দেবেন অধিনায়কেরা। ম্যাচের মাঝে এই চারজন থেকে একজনকে একাদশের অন্য কারও জায়গায় বদল করা যাবে। বদল করা খেলোয়াড় ব্যাটিং-বোলিং দুটিই করতে পারবেন। অর্থাৎ আউট হয়ে যাওয়া ব্যাটসম্যান বা ৪ ওভার বল করে ফেলা বোলারের জায়গায় যিনি নামবেন, তিনি ব্যটিং, বোলিং দুটিই করতে পারবেন। ইমপ্যাক্ট প্লেয়ার নামানো যাবে ইনিংসের ১৫ ওভারের মধ্যে।


 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর