ঢাকা, ০৯ মে শুক্রবার, ২০২৫ || ২৫ বৈশাখ ১৪৩২
good-food
১৭৪

আরও একবার আনসাং হিরো ডি মারিয়া

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৩:২৩ ১৯ ডিসেম্বর ২০২২  

লিওনেল মেসিকে নিয়ে যে উন্মাদনা, তার ধারেকাছে নেই তিনি। কিন্তু যারা সত্যিকারের আর্জেন্টিনা ভক্ত তারা হয়তো এই মানুষটির কাছে রোববার (১৮ ডিসেম্বর) রাতের জন্য চিরকাল ঋণী থেকে যাবেন। মেসির মহাকাব্য অসম্পূর্ণই হবে যদি না তাতে থাকে ডি মারিয়া নামক অধ্যায়টি। আরও একবার নীরবে নিভৃতে থেকে কাজের কাজটা করে দিয়ে গিয়েছেন আর্জেন্টিনার তারকা উইঙ্গার।

 

এর আগে ২০২১ কোপা আমেরিকা ফাইনালে চতুর অফ দ্য বল মুভমেন্টে ব্রাজিল ডিফেন্সের পাতা অফসাইড ট্র্যাপ বিট করেন ডি মারিয়া। পরে রদ্রিগো দি পলের বাড়ানো বল ধরে নিখুঁত চিপে ব্রাজিলীয় গোলরক্ষককে পরাস্ত করে আর্জেন্টিনার ২৮ বছরের ট্রফি খরা কাটিয়েছিলেন তিনি। চলতি বছরেই ফিনালেসিমায় ইতালির রক্ষণকে গতিতে পরাস্ত করে আলতো চিপে ইতালিয়ান গোলরক্ষক ডোন্নারুমার মাথার ওপর দিয়ে বল জালে জড়িয়ে মেসির আর্জেন্টিনাকে আরেকটি ট্রফি জেতানোয় বড় ভূমিকা নিয়েছিলেন ডি মারিয়া।

 

এবার ম্যাক অ্যালিস্টারের পাস থেকে দলের দ্বিতীয় গোল করে বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন তিনি। শুধু গোল নয়, গোটা প্রথমার্ধজুড়ে যেভাবে বাঁ উইং থেকে ফ্রেঞ্চ ডিফেন্সকে কাঁপিয়ে দিয়ে গিয়েছেন, তা সত্যিই দেখার মতো একটা বিষয় ছিল।

 

টুর্নামেন্টজুড়ে ফিটনেস সমস্যায় ভুগছেন ডি মারিয়া। এদিনও গোটা ম্যাচে মাঠে থাকতে পারেননি। কিন্তু পেনাল্টি অর্জন করে ও দলের দ্বিতীয় গোলটি করে কাজের কাজটি করে দিয়ে গিয়েছেন তিনি। লোকে মনে রাখতে না চাইলেও আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের পাতা যখন উল্টানো হবে, তাতে মেসি ও মারাদোনার মতোই একটা বড় অধ্যায় বরাদ্দ থাকবে ডি মারিয়ার জন্যও। জাতীয় দলের ফুটবলে যে তিনি আনসাং হিরো। 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর