ঢাকা, ০৯ মে শুক্রবার, ২০২৫ || ২৬ বৈশাখ ১৪৩২
good-food
১৫০

আর্জেন্টিনাকে হারিয়েই ফাইনালে উঠবে ব্রাজিল: কাফু

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:১১ ১৭ নভেম্বর ২০২২  

চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে উঠবে নেইমাররা। ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু এমন ভবিষ্যদ্বাণী করেছেন। তিনি বলেন, ব্রাজিল, ইংল্যান্ড, আর্জেন্টিনা ও ফ্রান্সের মতো দল প্রথম সারির দলগুলোর মধ্যে পড়ে। জার্মানি, বেলজিয়াম ও পর্তুগালও খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল।

 

তিনি বলেন, এদের সবারই সম্ভাবনা আছে ফাইনালে পৌঁছনোর এবং বিশ্বকাপ জেতার। আর্জেন্টিনা বনাম ব্রাজিল (সেমিফাইনাল) ম্যাচটা সহজ নয়। কারণ তারা বিশ্ব ফুটবলের দুই অন্যতম সেরা দল, যাদের বিশ্বসেরা ফুটবলার আছে। অন্য সেমিফাইনালে ফ্রান্স-পর্তুগাল ম্যাচটাও খুব কঠিন হবে।

 

২০০২ সালে জাপান-দক্ষিণ কোরিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। সেই আসরে কাফুর নেতৃত্বেই চোখ ধাঁধানো ফুটবল খেলেছিল সেলেকাওরা। কিন্তু পরের চারটে বিশ্বকাপে কাফুর উত্তরসূরি হতে পারেননি কেউ। এখনও ষষ্ঠ বিশ্বকাপ জয়ের মুখ দেখেনি ব্রাজিল। তবে কাতার বিশ্বকাপে ২০ বছরের সেই আক্ষেপ ঘোঁচানো উচিত বলে মনে করেন কাফু।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর