ঢাকা, ০৫ নভেম্বর বুধবার, ২০২৫ || ২১ কার্তিক ১৪৩২
good-food
৫২৮

ইউনানি-আয়ুর্বেদিক চিকিৎসা, অনুমতি ছাড়া ওষুধ সেবনের পরামর্শে জেল

লাইফ টিভি 24

প্রকাশিত: ০২:১৬ ২০ ডিসেম্বর ২০২১  

বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। রোববার (১৯ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।

 

এই আইনে অনুমতি ছাড়া ওষুধ সেবনের পরামর্শ (প্রেসক্রিপশন) দিলে শাস্তির প্রস্তাব করা হয়েছে। সর্বোচ্চ ১ বছর জেল বা ১ লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের প্রস্তাব করা হয়।

 

বৈঠকে গণভবন থেকে অনলাইনে অংশ নেন প্রধানমন্ত্রী। আর সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষ থেকে যুক্ত হন মন্ত্রীরা। পরে সংবাদ সম্মেলনে এ নিয়ে বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

 

তিনি বলেন, স্বীকৃতি ছাড়া কোনো সংস্থা, প্রতিষ্ঠান ও ব্যক্তি অসত্য উপাধি ব্যবহার করলে এই আইনে শাস্তির প্রস্তাব করা হয়েছে। সর্বোচ্চ ১ বছর জেল বা ১ লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডই পেতে হবে।

 

সচিব বলেন, প্রস্তাবিত আইন অনুসারে একটি পর্ষদ থাকবে। এছাড়া একটি পরিষদ থাকবে। প্রাতিষ্ঠানিক বিষয়গুলো দেখভাল করবে এগুলো।