ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
৩২২

ঈদুল আজহা নির্বিঘ্ন করতে সর্বোচ্চ সতর্কতা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:০৫ ১১ আগস্ট ২০১৯  

সোমবার ১০ জিলহজ। পবিত্র ঈদুল আজহা। সারা দেশে পশু কোরবানির মধ্য দিয়ে ত্যাগের মহিমায় উদযাপিত হবে মুসলমানদের অন্যতম বৃহৎ এ ধর্মীয় উৎসব।

প্রায় চার হাজার বছর আগে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য হজরত ইব্রাহিম (আ.) নিজ পুত্র হজরত ইসমাইলকে (আ.) কোরবানি করার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু পরম করুণাময়ের অপার কুদরতে হজরত ইসমাইলের (আ.) পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয়ে যায়। হজরত ইব্রাহিমের (আ.) সেই ত্যাগের মহিমার কথা স্মরণ করে মুসলিম সম্প্রদায় জিলহজ মাসের ১০ তারিখে আল্লাহ পাকের অনুগ্রহ লাভের আশায় পশু কোরবানি করে থাকে।

ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন। ঈদের দিন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজের বিভিন্ন স্তরের মানুষ ও আমন্ত্রিত অতিথিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

এদিকে পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ি ফিরছে বিপুলসংখ্যক মানুষ। ঈদ উদযাপন যাতে নির্বিঘ্ন হয়, সেজন্য বিশেষ সতর্কতা অবলম্বন করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঈদ উপলক্ষে আজ থেকে তিনদিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

ঈদুল আজহার প্রধান জামাতের জন্য সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দান এখন পুরোপুরি প্রস্তুত। আবহাওয়া অনুকূলে থাকলে আগামীকাল এখানে সকাল ৮টায় ঈদের প্রধান জামাত। রাষ্ট্রপতি, মন্ত্রী, প্রধান বিচারপতি ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, বিদেশী কূটনীতিক, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ সাধারণ মুসল্লিরা এখানে ঈদের নামাজ আদায় করেন। এবারো জাতীয় ঈদগাহ ময়দানে লাখো মুসল্লি ঈদের নামাজ আদায় করবেন বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া রাজধানীর বকশীবাজারে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার মাঠে সকাল ৮টায়, ধানমন্ডি ঈদগাহ জামে মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। দেওয়ানবাগ শরিফে ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হবে যথাক্রমে সকাল ৮টায়, সাড়ে ৯টায় ও ১০টায়। কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে যথাক্রমে সকাল ৭টা, ৮টা ও পৌনে ৯টায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর