ঢাকা, ২০ আগস্ট বুধবার, ২০২৫ || ৪ ভাদ্র ১৪৩২
good-food
১২৪

এশিয়া কাপ আর্চারিতে সোনা জিতলেন বাংলাদেশের আলিফ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৪৫ ২০ জুন ২০২৫  

এশিয়া কাপ আর্চারির স্টেজ-২ পুরুষ একক ইভেন্টে সোনা জিতেছেন বাংলাদেশের আবদুর রহমান আলিফ। শুক্রবার (২০ জুন) সিঙ্গাপুরে অনুষ্ঠিত সোনা জয়ের লড়াইয়ে তিনি ৬-৪ সেট পয়েন্টে হারিয়েছেন জাপানের মিয়াতা গাকুতোকে।

 

প্রথম দুই সেটে ২৮-২৭ ও ২৯-২৮ ব্যবধানে জয় পান আলিফ। তবে পরের দুই সেটে যথাক্রমে ২৮-২৭ ও ২৭-২৬ সেটে হারেন তিনি। ফলে চার সেট ম্যাচে ৪-৪ সমতা বিরাজ করে।

 

পঞ্চম ও ফাইনাল সেটে বাজিমাত করেন আলিফ। নিজের সেরাটা দিয়ে ২৯-২৬ ব্যবধানে জিতে সোনা জয় নিশ্চিত করেন তিনি। এটি তার প্রথম আন্তর্জাতিক ব্যক্তিগত পদক জয়।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর