ঢাকা, ২৪ এপ্রিল বুধবার, ২০২৪ || ১০ বৈশাখ ১৪৩১
good-food
৪৮৯

করোনা ভাইরাস: সর্বোচ্চ ঝুঁকির ৩০ দেশের তালিকায় নেই বাংলাদেশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৩৩ ৯ ফেব্রুয়ারি ২০২০  

প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ৩০টি দেশ। সদ্য প্রকাশিত এ তালিকায় প্রথম ২০টি দেশের মধ্যে রয়েছে প্রতিবেশী ভারত ও মিয়ানমার। তবে বাংলাদেশের নাম নেই। 
জার্মানির হামবোল্ট ইউনিভার্সিটি ও রবার্ট কচ ইনস্টিটিউটের গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
গত বছরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়ায় করোনা ভাইরাসে। রোববার পর্যন্ত তাতে দেশটিতে মৃতের সংখ্যা ৮১১ জন। সব মিলিয়ে সেখানে এ রোগে আক্রান্ত হয়েছেন ৩৭ হাজারের বেশি মানুষ। 
ইতিমধ্যে চীনের সীমানা পেরিয়ে বিশ্বের ৩০টির অধিক দেশে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে থাইল্যান্ড, জাপান ও দক্ষিণ কোরিয়া। 
থাইল্যান্ডে ও জাপানে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৫ জন। আর দক্ষিণ কোরিয়ায় ২৪ জন। 
ঝুঁকিতে শীর্ষ ২০টি দেশের মধ্যে অন্যগুলো হলো ক্রমানুসারে হংকং (২৫), তাইওয়ান (১৬), যুক্তরাষ্ট্র (১২), ভিয়েতনাম (১০), মালয়েশিয়া (১২), সিঙ্গাপুর (৩০), কম্বোডিয়া (০১), অস্ট্রেলিয়া (১৫), ইন্দোনেশিয়া (০০), ম্যাকাও (১০), ফিলিপাইন (০৩), রাশিয়া (০২), কানাডা (০৭), ভারত ০৩), জার্মানি (১৩), সংযুক্ত আরব আমিরাত (০৫) ও মিয়ানমার (০০)।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর