ঢাকা, ০৭ মে বুধবার, ২০২৫ || ২৪ বৈশাখ ১৪৩২
good-food
২৫৮

কেকেআরের জয়ে মাঠে পাঠানের নৃত্য

লাইফ টিভি 24

প্রকাশিত: ১১:৩২ ৭ এপ্রিল ২০২৩  

কলকাতা নাইট রাইডার্স বা কেকেআরের জয়ে ভরা মাঠে নাচে মাতলেন ‘পাঠান’ অর্থাৎ শাহরুখ খান। তাকে সঙ্গত দেন বিরাট কোহলি। খবর হিন্দুস্তান টাইমস।


শুরুটা সুবিধার না হলেও  বুধবারের (৬ এপ্রিল) ম্যাচে আচমকাই ঘুরে দাঁড়ায় কেকেআর। এদিন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বা আরসিবির বিপরীতে জয় পেয়ে প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে হারার শোক সামলে উঠে।

 

বৃহস্পতিবার কেকেআর ৭ উইকেট হারিয়ে করে সংগ্রহ করে ২০৪ (শার্দূল ৬৮, গুরবাজ ৫৭ ও উইলি ২-১৬)। অন্যদিকে ৯ উইকেটে আরসিবি তুলে নেয় মাত্র ১২৩ রান (ফ্যাফ ২৩, বিরাট ২১, বরুণ চক্রবর্তী ৪-১৫ ও সুযশ শর্মা ৩-৩০)। আর ফলাফলে ৮১ রানে জয়ের মুখ দেখে কেকেআর।


জয়ের আনন্দ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিলেন মাঠে উপস্থিত কেকেআরের অন্যতম মালিক শাহরুখ খান। সঙ্গে ছিলেন আরেক কর্ণধার অভিনেত্রী জুহি চাওলা। ছিলেন শাহরুখ কন্যা সুহানাও।

 

বিজয় উদযাপনে ইডেন গার্ডেনসে বেজে ওঠে শাহরুখের সাম্প্রতিক হাজার কোটি রুপি আয় করা সিনেমার গান ‘ঝুমে জো পাঠান’। তাতেই কালো রঙের হুডি, প্যান্ট আর সানগ্লাস পরে কোমর দোলান কিং খান। তার সঙ্গে যোগ দেন বিরাট কোহলি। তারা পরস্পরকে জড়িয়ে ধরে শুভেচ্ছাও বিনিময় করেন।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর