ঢাকা, ০৬ মে মঙ্গলবার, ২০২৫ || ২২ বৈশাখ ১৪৩২
good-food
২৬৫

ক্রিকেট খেলবেন শোবিজের একঝাঁক তারকা!

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:১৪ ৫ সেপ্টেম্বর ২০২৩  

ক্রিকেট খেলবেন এবার শোবিজ তারকারাও। দেশের পরিচালক, অভিনেতা-অভিনেত্রী ও গায়ক-গায়িকারা এই খেলায় অংশ নেবেন। বিশ্বকাপ জয়ের মিশনকে সারা দেশের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে করা হয়েছে এ আয়োজন।  প্রধান লক্ষ্য, ক্রিকেটের উন্মাদনা বিশ্বকাপ জয়ের স্বপ্নে সারা দেশের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া।

 

‘আমরা বিশ্বকাপ চাই’ শীর্ষক স্লোগানে উদ্যোগটি নিয়েছে জি নেক্সট।  রাজধানীর একটি ক্লাবে সংবাদ সম্মেলনে আয়োজক প্রতিষ্ঠান জেনারেশন নেক্সট এ তথ্য জানা। অনুষ্ঠানে ৮ দলের দল অধিনায়ক ও অন্যান্য তারকারা উপস্থিত ছিলেন।

 

জানা গেছে, ক্রিকেট খেলায় আটটি টিম অংশ নেবে। প্রতি টিমে মেন্টর বা উপদেষ্টা হিসেবে থাকবেন একজন সাবেক ক্রিকেট তারকা। দলগুলোর নেতৃত্ব দেবেন আটজন পরিচালক। তারা হলেন সালাহউদ্দিন লাভলু, গিয়াসউদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী, রায়হান রাফি, মোস্তফা কামাল রাজ, দীপঙ্কর দীপন, শিহাব শাহীন।

 

আয়োজকরা জানান, আগামী ২৮-৩০ সেপ্টেম্বর টানা তিন দিন অনুষ্ঠিত হবে তারকাদের ক্রিকেট খেলার এ টুর্নামেন্ট। মিরপুর ইনডোর স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবে।

 

খেলায় অংশে নেবেন আফরান নিশো, পরীমণি, সাইমন সাদিক, রাশেদ মামুন অপু, সিয়াম আহমেদ, তমা মির্জা, ইরেশ যাকেরসহ আরও অনেক তারকা। বেশ কয়েকদিন ধরেই চলছে প্র্যাকটিস। প্রতিটি দলই নিজেদের চ্যাম্পিয়ন করতে প্রস্তুতি নিচ্ছে। 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর