ঢাকা, ১২ অক্টোবর রোববার, ২০২৫ || ২৭ আশ্বিন ১৪৩২
good-food
৬৬০

গুলি চালিয়ে খুন করলাম ৫ জনকে !

লাইফ টিভি 24

প্রকাশিত: ১১:৪২ ২৪ জানুয়ারি ২০১৯  

হত্যাকাণ্ড ঘটিয়েই ফোন করলেন পুলিশ। ফোনে নিজেই জানিয়ে দিলেন ঘটনা। বললেন – ‘৫ জনকে গুলি করে খুন করলাম, আমাকে গ্রেফতার করুন।’

 

ঘটনা স্থানীয় সময় বুধবার দুপুরের। যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো থেকে ৪৫ মাইল দক্ষিণে ফ্লোরিডার সেবরিং শহরে। ভরদুপুরে বন্দুকধারীর গুলিতে আতঙ্ক ছড়ায়। সানট্রাস্ট ব্যাংকে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন এক তরুণ। তার হাতে আধুনিক আগ্নেয়াস্ত্র। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ৫ জন। আতঙ্কে ছোটাছুটি শুরু হয়ে যায়। গুলি লেগে আহতও হন অনেকে।

 

সেবরিং পুলিশের শীর্ষ কর্মকর্তা কার্ল হগলান্ড জানিয়েছেন, ব্যাংকে ঢুকে গুলি চালানোর পর পুলিশে খবর দেয় আততায়ী নিজেই। ঘটনাস্থলে পুলিশ পৌঁছনোর পরেও সে গুলি চালিয়ে যাচ্ছিল। তার সঙ্গে কিছুক্ষণ গুলির লড়াইও হয় পুলিশের। পরে সে নিজেই আত্মসমর্পন করে। আটককৃতের নাম জফেন জাভের। বয়স ২১ বছর।

কী কারণে এমন ঘটনা ঘটিয়েছে জেফেন, তা এখনও জানা যায়নি। তবে তার বাবা ইন্ডিয়ানার বাসিন্দা জোস জাভেরের দাবি, এক বছর আগে সে ফ্লোরিডায় যায়। তার কথায়, পড়াশোনায় নাকি বরাবরই মেধাবী ছিল জাভের। তিনি বলেন, ‘আমার মন ভেঙে গেছে। কেন সে এমন করল বুঝতে পারছি না। নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছিল। নিহতদের জন্য আমি দুঃখিত।  সিএনএন

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর