ঢাকা, ১৭ নভেম্বর সোমবার, ২০২৫ || ৩ অগ্রাহায়ণ ১৪৩২
good-food
১৪

ঘুম ভাঙে ভোরে, সবার আগে মাঠে— মুশফিকে মুগ্ধ মালান

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৩৬ ১৭ নভেম্বর ২০২৫  

বয়স ৩৮! যে বয়সে বেশিরভাগ ক্রিকেটার নাম থাকে অবসরের তালিকায়। সেখানে মুশফিকুর রহিম এখনও মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। রঙিন পোশাকে অবসর ঘোষণা দিলেও টেস্টে এখনও অন্যতম নাম। একদিন বাদে খেলবেন সাদা পোশাকে ১০০তম টেস্ট।

সেই মুশফিক অনুশীলনে সবার আগে যথারীতি। ক্যাচ অনুশীলনেও সবার মধ্যে থেকে তাকে খুঁজে পাওয়া যায়। নাহিদ রানা-সাইফউদ্দিনের সঙ্গে পাল্লা দিয়ে করছিলেন ক্যাচ অনুশীলন।

অভিজ্ঞ এই ক্রিকেটারের এটাই চিরাচরিত চিত্র। কঠোর পরিশ্রম আর অধ্যাবসায়ের কারণে তার নামটা বাংলাদেশি ক্রিকেটারদের কাছেও অনুপ্রেরণার নাম। বিদেশি কোচ মালান হেনরিখও মুগ্ধ তার এই পেশাদারত্বে।

শেরেবাংলার সংবাদ সম্মেলন কক্ষে সেটাই শোনালেন মালান। নাস্তার টেবিল কিংবা অনুশীলনে সবার আগে আসা মুশফিককে নিয়ে মালান বলেন, “আমি তার পেশাদারত্বের কথা বলব। আমি ভোরে ওঠা মানুষদের একজন। প্রতিদিন সকাল পৌনে ছয়টায় তাকে হোটেলে দেখি নাশতা করছে। সবার আগে বাসে ওঠে। সে যখন মাঠে আসে, ওয়ার্ম আপ করে, ব্যাটিং অনুশীলন করে—তখনো বাকিরা হয়তো এসেই পৌঁছায়নি। যখন আপনি পর্দার আড়ালে এত কিছু করবেন, তখন আপনার দিকে আলো আসবেই।”

এছাড়া প্রথম বাংলাদেশি হিসেবে ১০০তম টেস্ট খেলতে আসা মুশফিককে নিয়ে অতিথি কোচ বলেন, ‘‘হ্যাঁ, নিজ দেশের হয়ে ১০০ টেস্ট খেলা বিশাল অর্জন। আর আমরা তো খেলেছি মাত্র ১০টি। তাই এটা দীর্ঘমেয়াদী পরিশ্রম ও ধৈর্যের বড় উদাহরণ।’

‘‘ভাবলে দেখা যাবে—উনি হয়তো চার-পাঁচশোর মতো ওয়ার্ম-আপ করেছেন পুরো ক্যারিয়ারে। তাই আমাদের জন্য বিষয়টা শেখার। টেস্ট ক্রিকেট কঠিন পরিশ্রমের জায়গা। আশা করি, আগামী পাঁচ দিনে তার খুব বেশি ভালো না যায় (হেসে)। তবে ১০০ টেস্ট খেলার জন্য অভিনন্দন।’’

২০০৫ সালে লর্ডসে অভিষেক হয় মুশফিকের। এরপর থেকে বাংলাদেশ দলের অন্যতম একজন হয়ে আছেন মুশফিক। সাদা পোশাকের সুদীর্ঘ যাত্রায় করেছেন প্রায় সাড়ে ছয় হাজার রান (৬,৩৫১)।

জাতীয় দলের হয়ে ৯৯ টেস্টে ২৭টি হাফ সেঞ্চুরি ও ১২টি সেঞ্চুরি করেছেন মুশফিক। বাংলাদেশের বাকি দুই ফরম্যাটে অবসর নিলেও মুশফিক এখনও টেস্ট দলের অন্যতম নাম।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর