ঢাকা, ২৭ এপ্রিল শনিবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
২০৯

চীনে যাওয়া বাংলাদেশি পাইলট-ক্রুদের ঢুকতে দিচ্ছে না অন্যদেশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৫৫ ৩ ফেব্রুয়ারি ২০২০  

করোনাভাইরাস ছড়িয়ে পড়া চীনের উহান থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনা বাংলাদেশি পাইলট ও ক্রুদের অন্য দেশ ঢুকতে দিচ্ছে না। এরমধ্যে সিঙ্গাপুর তাদের ভিসা দেয়নি।

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার  বৈঠক অনুষ্ঠিত হয়।

 
কেবিনেট সচিব বলেন, এখনও ১৭১ জন বাংলাদেশি শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সের মানুষ চীনে রয়েছেন। তারা আসতে চাচ্ছে, এটা দেখতে বলা হয়েছে। আমাদের প্লেন পাঠাতে অসুবিধা হচ্ছে। যে প্লেনটা গেছে, আসার পর ওই পাইলটদের কোনো দেশ ঢুকতে দিচ্ছে না। সে জন্য আলোচনা হয়েছে যে, এ ক্ষেত্রে যদি ভাড়া করা কোনো বিমান পাওয়া যায়, চীনের কোনো ভাড়া করা বিমান যদি আনা হয় সেটা, সেটাতে অগ্রাধিকার দিতে হবে।

তিনি বলেন, আমাদের প্লেন পাঠালে যে ক্রুরা যাবে তাদের বাইরে ভিসা দেয় না। অলরেডি সিঙ্গাপুর না করে দিয়েছে, এই ক্রুরা আমাদের এখানে আসতে পারবে না।

তিনি বলেন, এছাড়া যারা চীনের উহান থেকে আসবে সবাইকে… উহান থেকে তো চায়না একেবারে ক্লোজ করে দিয়েছে। সুতরাং বের হতে পারবে না। তারপরও বলা হয়েছে, যদি সন্দেহ হয় উহান থেকে আসছে, তাকে অবশ্যই ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখতে হবে। কারণ, আমরা এটা নিয়ে রিস্ক নেব না।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর