ঢাকা, ২৮ আগস্ট বৃহস্পতিবার, ২০২৫ || ১৩ ভাদ্র ১৪৩২
good-food
৪১৭

ছুটি বাড়ছে ১১ এপ্রিল পর্যন্ত

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৪৩ ৩১ মার্চ ২০২০  

করোনাভাইরাস সংক্রমণ রোধে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এর সঙ্গে দুই দিন (১০ ও ১১ এপ্রিল) সাপ্তাহিক ছুটি মিলিয়ে সাধারণ ছুটি থাকছে ১১ এপ্রিল পর্যন্ত। এর আগে সরকার একই কারণে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করলেও এবার তা ৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হলো।

মঙ্গলবার (৩১ মার্চ) প্রধানমন্ত্রীর বক্তব্যে সাধারণ ছুটি বাড়ানোর ইঙ্গিত দেওয়ার পর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তিনি জানান, খুব শিগগিরই এ সংক্রান্ত আদেশ জারি করা হবে।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, ছুটির বিষয়টি প্রধানমন্ত্রী তার বক্তব্যেই পরিষ্কার করেছেন। আপাতত ৯ এপ্রিল পর্যন্তই ছুটি থাকছে।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর