ঢাকা, ০৭ নভেম্বর শুক্রবার, ২০২৫ || ২২ কার্তিক ১৪৩২
good-food
৭৩১

জায়ানের মরদেহ দেশে আসবে মঙ্গলবার: শিল্পমন্ত্রী

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:১১ ২২ এপ্রিল ২০১৯  

আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীর (৮) মরদেহ কাল মঙ্গলবার শ্রীলঙ্কা থেকে দেশে আনা হবে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

শ্রীলঙ্কায় গতকাল রোববারের হামলায় আহত শেখ সেলিমের জামাতা মশিউল হক চৌধুরী সেখানকার হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাঁকে এখনই দেশে আনা হচ্ছে না। আজ সোমবার সকালে শেখ সেলিমের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা জানানোর পর শিল্পমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। জায়ান তার মা–বাবা ও ভাইয়ের সঙ্গে শ্রীলঙ্কায় বেড়াতে গিয়েছিল। সেখানে একটি হোটেলে উঠেছিল তারা। গতকাল সেখানে বোমা হামলার ঘটনায় জায়ান নিহত হয়। আহত হন তার বাবা। শেখ সেলিম আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাই। শিল্পমন্ত্রী বলেন, গতকালই শেখ সেলিমের স্ত্রী ও তাঁদের এক ছেলে শ্রীলঙ্কায় পৌঁছেছেন।