ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
৯৬

জুনেই বাংলাদেশে আসছে মেসির আর্জেন্টিনা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:২৯ ১৭ জানুয়ারি ২০২৩  

এবার বাংলাদেশে আসছে লিওনেল মেসির আর্জেন্টিনা। আগামী জুনের উইন্ডোতে একটি প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় আসবে বিশ্বচ্যাম্পিয়নরা। তবে আর্জেন্টিনার প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি। 

 

মঙ্গলবার (১৭ জানুয়ারী) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক মেসিদের ঢাকায় আসার খবর নিশ্চিত করেছেন। 


তিনি বলেন, জুনেই আর্জেন্টিনা ঢাকায় আসছে। এটা মোটামুটি নিশ্চিত। আমরা চাই এবার বিশ্ব চ্যাম্পিয়ন দলটি ঢাকায় একটি প্রীতি ম্যাচ খেলে এখানকার ফুটবলানুরাগীদের মাতিয়ে যাক। 

 

এর আগে ২০১১ সালে মেসির দল ঢাকায় এসেছিল এবং প্রীতি ম্যাচে ৩-১ গোলে হারিয়েছিল নাইজেরিয়াকে। দুর্দান্ত ফর্মে থাকলেও ওই ম্যাচে কোনো গোল করতে পারেননি লিওনেল মেসি। তবে চার জনকে কাটিয়ে দারুন এক ‘মুভ’ উপহার দিয়েছিলেন। এবার তিনি আসছেন বিশ্ব চ্যাম্পিয়ন দলের অধিনায়ক হিসাবে। 

 

ওই ম্যাচটি বঙ্গবন্ধু স্টেডিয়ামে হয়েছিল। এবারও এই মাঠেই ম্যাচটি আয়োজন করতে চায় বাফুফে। তবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সংস্কারযজ্ঞ চলছে। তাই ঘরোয়া ফুটবলের খেলাও হচ্ছে অন্যত্র। 

 

তবে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল আশ্বস্ত করেছেন, ‘আর্জেন্টিনা আসার আগেই আমরা মাঠ প্রস্তুত করে দেবো। আশা করি তার আগেই বঙ্গবন্ধু স্টেডিয়াম খেলার উপযোগী হয়ে যাবে।’

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর