ঢাকা, ০৭ নভেম্বর শুক্রবার, ২০২৫ || ২২ কার্তিক ১৪৩২
good-food
৮৪৯

ঝুঁকিপূর্ণ ভবনে অফিস করছেন না প্রধানমন্ত্রী

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:১৮ ৮ এপ্রিল ২০১৯  

বাংলাদেশ সচিবালয়ের ১ নম্বর ভবনটি তুলনামূলক ভূমিকম্প ও অগ্নিঝুঁকিপূর্ণ। তাই ওই ভবনে অফিস করছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ তথ্য জানালেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

সরকারের নীতি নির্ধারণী বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আজ ৮ এপ্রিল সোমবার এ প্রসঙ্গ উঠলে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

এছাড়া ঝুঁকিপূর্ণ ভবনের সমস্যা সমাধানে আরও একটি ২০ তলা ভবন নির্মাণের সিদ্ধান্ত হয়েছে।

এদিকে সচিবালয়ে অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে শিগগিরই আন্তঃমন্ত্রণালয় সভার আয়োজন করা হবে বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক হয়।

বৈঠকে বিভিন্ন প্রকল্প এবং পদক্ষেপ নিয়েও আলোচনা হয়েছে।