ঢাকা, ২১ আগস্ট বৃহস্পতিবার, ২০২৫ || ৬ ভাদ্র ১৪৩২
good-food
২১২

টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে রেকর্ডের ছড়াছড়ি

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:০৩ ৩ জুন ২০২৪  

জমকালো স্টাইলে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪। রেকর্ড রান তাড়া করে অনন্য জয় তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। উদ্বোধনী ম্যাচে কানাডাকে ৭ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। প্রথমে ব্যাট করে ১৯৫ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল কানাডা। ১৪ বল বাকি থাকতেই তা টপকে যায় মার্কিনিরা।

 

ঐতিহাসিক জয়ের নায়ক ছিলেন অ্যারন জোন্স। তিনি খেলেন অপরাজিত ৯৪ রানের দুর্দান্ত ইনিংস। ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন তিনি। একইসঙ্গে ইতিহাস গড়েছেন জোন্স। পাশাপাশি এই ম্যাচে হয়েছে একাধিক রেকর্ড। একনজরে সেসসব দেখে নেওয়া যাক-

 

১. টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে এটিই এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ রান তাড়া করে জয়। কানাডার বিপক্ষে ১৭.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৭ করে মার্কিনিরা। এর আগে তাদের সবচেয়ে বড় রান তাড়া ছিল ১৬৮। চলতি বছরের এপ্রিলে কানাডার বিপক্ষেই সেটা করেছিল তারা। যুক্তরাষ্ট্রের এই রান তাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় সফলতম।

 

২. কানাডিয়ান ফাস্ট বোলার জেরেমি গর্ডন ইনিংসের ১৪তম ওভারে মোট ৩৩ রান হজম করেন। এসময় তিনি দুটি নো বলের পাশাপাশি তিনটি ওয়াইড করেন। তার ওভারটি ছিল মোট ১১ বলের। গর্ডন এখন দ্বিতীয় বোলার যিনি টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে ১ ওভারে সবচেয়ে বেশি রান দিয়েছেন। এই তালিকায় শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড।

 

৩. কানাডার বিপক্ষে ৯৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন জোন্স। যুক্তরাষ্ট্রের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে দ্রুততম হাফসেঞ্চুরিও করেছেন তিনি। মাত্র ২২ বলে ফিফটি পূর্ণ করেন। এই ইনিংসে ৪টি চার এবং ১০টি ছক্কা হাঁকান ডানহাতি ব্যাটার। এসময় তার স্ট্রাইক রেট ছিল ২৩৫।

 

৪. ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০০ মিটারের বেশি ছক্কা মেরেছেন জোন্স। এই ম্যাচে মোট ১০টি ওভার বাউন্ডারি মেরেছেন তিনি। যার মধ্যে একটি ছিল ১০৩ মিটার লম্বা।

 

৫. টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারায় যুগ্মভাবে দ্বিতীয় ব্যাটসম্যান হয়েছেন জোন্স। এই তালিকায় শীর্ষে রয়েছেন ক্রিস গেইল। ২০১৬ আসরে ইংল্যান্ডের বিপক্ষে ১১ ছক্কা হাঁকান তিনি।

 

৬. জোন্স ছাড়া কানাডার বিপক্ষে যুক্তরাষ্ট্রকে জেতাতে আন্দ্রেস গাউসেরও বড় ভূমিকা রয়েছে। তৃতীয় উইকেটে ১৩১ রানের পার্টনারশিপ গড়েন তারা। টি-টোয়েন্টি ক্রিকেটে মার্কিনিদের হয়ে যা এখন পর্যন্ত সবচেয়ে বড় জুটি।

 

৭. আইসিসির পঞ্চম সহযোগী দেশ হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় পেলো যুক্তরাষ্ট্র। এর আগে নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, নেপাল ও ওমান এই কীর্তি গড়েছিল।

 

৮. এই ম্যাচে কানাডা ও যুক্তরাষ্ট্র মিলে করেছেন ৩৯১ রান। আইসিসির সহযোগী দেশ হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে যা সর্বোচ্চ। এর আগে ২০১৪ আসরে নেদারল্যান্ডস এবং প্রতিপক্ষ দলের ছিল ৩৮২ রান।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর