ঢাকা, ১০ মে শনিবার, ২০২৫ || ২৬ বৈশাখ ১৪৩২
good-food
১৫৪

টি-২০ বিশ্বকাপ :টাইগারদের হারিয়ে সেমিফাইনালে পাকিস্তান

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৪৭ ৬ নভেম্বর ২০২২  

বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। একইসাথে এর মাধ্যমে টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলো বাংলাদেশ। 

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন সাকিব।  টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ ১২৭ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে নাজমুল হোসেন শান্ত সর্বোচ্চ ৫৪ রান করেন। এছাড়া আফিফ ২৪, সৌমৗ সরকার ২০, লিটন দাস ১০, নামুস ৭, মোসাদ্দেক ৫ এবং তাসকিন আহমেদ ১ রান করেন।
পাকিস্তানের পক্ষে শাহিন আফ্রিদি ৪টি, সাদাব খান ২টি আর হারিস ও ইফতেখার আহমেদ ১টি করে উইকেট লাভ করেন।
বাংলাদেশের দেয়া ১২৮ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে ১১ বল বাকি থাকতেই ৫ উইকেট হারিয়ে সেনিফাইনালে উঠে যায় পাকিস্তান।

পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন মোহাম্মদ রেজওয়ান। এছাড়া মোহাম্মদ হারিস ৩১, বাবর আজম ২৫, সান মাসুদ ২৪, মোহাম্মদ নেওয়াজ ৪ এবং ইফতেখার আহমেদ ১ রান করেন।

বাংলাদেশের পক্ষে নামুস আহমেদ, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান এবং এবাদত হোসেন ১টি করে উইকেন লাভ করেন।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর