ঢাকা, ১০ মে শনিবার, ২০২৫ || ২৬ বৈশাখ ১৪৩২
good-food
১৪৪

টি-২০ বিশ্বকাপে আফগানদের হারিয়ে টিকে রইলো শ্রীলঙ্কা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:১৩ ১ নভেম্বর ২০২২  

শ্রীলঙ্কা-আফগানিস্তান যে দল জিতবে তারা টিকে থাকবে। বিশ্বকাপের মঞ্চে টিকে থাকতে হলে  দুই দলেরই জয় আবশ্যক ছিল। ম্যাচে আফগানদের হারিয়ে টিকে রইলো শ্রীলঙ্কা।

 

আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের সহজ জয় তুলে নিয়েছে লংকানরা ।  এই হারে বিশ্বকাপ থেকে এক ম্যাচ আগেই ছিটকে গেল আফগানিস্তান। ৪ ম্যাচ শেষে শ্রীলঙ্কার পয়েন্ট এখন ৪। অন্যদিকে ৪ ম্যাচের মধ্যে ১টি মাত্র জয়ে ২ পয়েন্ট আফগানিস্তানের।

 

ব্রিসবেনে টসে জিতে এদিন আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রানের বেশি তুলতে পারেনি দলটি। ব্যাট করেত নেমে ৯ বল হাতে রেখে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ধনঞ্জয়া ডি সিলভা।


শ্রীলঙ্কার পক্ষে বল হাতে সবচেয়ে বেশি সফল ছিলেন ওয়ানিন্দু হাসারাঙা। ৪ ওভারে ১৩ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়েছেন হাসারাঙা। ম্যাচসেরাও হয়েছেন এই লেগস্পিনার। এ ছাড়াও লাহিরু কুমারা ২ উইকেট নিয়েছেন।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর