ঢাকা, ১০ মে শনিবার, ২০২৫ || ২৬ বৈশাখ ১৪৩২
good-food
১৫৯

টিকিট ছাড়াই দেখা যাবে কাতার বিশ্বকাপ

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:১৭ ৫ নভেম্বর ২০২২  

যেসব ফুটবলপ্রেমীর কাছে টিকিট নেই অথচ বিশ্বকাপের খেলা মাঠে বসে দেখতে আগ্রহী, তারাও যেতে পারবেন কাতারে। তবে নির্দিষ্ট দিনের আগে বিশ্বকাপের দেশে প্রবেশ করতে পারবেন না তারা। যাদের পকেটে বিশ্বকাপ ফুটবলের টিকিট রয়েছে, সেসব ভাগ্যবান ফুটবলপ্রেমী প্রতিযোগিতা শুরুর আগেই কাতারে যেতে পারবেন।

 

কিন্তু যাদের কাছে টিকিট নেই, তারা প্রতিযোগিতা শুরু হওয়ার পরেও কাতারের ভিসা পাবেন না। তাদের অপেক্ষা করতে হবে নির্দিষ্ট দিনের জন্য। ২ ডিসেম্বর থেকে তারা কাতারে প্রবেশ করতে পারবেন। উল্লেখ্য, কাতারে ফুটবল বিশ্বকাপ শুরু হবে ২০ নভেম্বর থেকে।

 

কাতার সরকারের অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের মুখপাত্র জাবর হাম্মউদ বলেছেন, বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শেষ হলেই আমরা টিকিটহীন ফুটবলপ্রেমীদের কাতারে স্বাগত জানাতে প্রস্তুত। ২ ডিসেম্বর থেকে তারা কাতারে আসতে পারবেন। বিশ্বকাপের উত্তাপ সবাই উপভোগ করতে পারবেন।

 

বিশ্বকাপের টিকিট এবং ভিসা পেলেই প্রতিযোগিতার সময় কাতারে যাওয়া যাবে না। থাকতে হবে হায়া কার্ড। এই কার্ড না থাকলে কাতারে এবং বিশ্বকাপের স্টেডিয়ামগুলিতে প্রবেশ করা যাবে না। কাতার বিশ্বকাপের সরকারি ওয়েবসাইটেই হায়া কার্ডের জন্য আবেদন করা যাবে। মোবাইল অ্যাপেও এই কার্ড পাবেন ফুটবলপ্রেমীরা।

 

হাম্মউদ বলেছেন, আমরা প্রত্যেক ফুটবলপ্রেমীর নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর। সংশ্লিষ্ট সংস্থাগুলো একসঙ্গে কাজ করছে। সফল বিশ্বকাপ আয়োজন করার ব্যাপারে আমরা আশাবাদী। যাদের কাছে হায়া কার্ড থাকবে, তারা ২৩ জানুয়ারি পর্যন্ত কাতারে থাকতে পারবেন।

 

বিশ্বকাপ দেখতে আসা ফুটবলপ্রেমীদের স্বাস্থ্য নিয়েও যত্নবান আয়োজকরা। আয়োজক কমিটির অন্যতম মুখপাত্র ইউসেফ আল মাসলামানি বলেছেন, ফুটবলপ্রেমীদের জন্য আমরা বিনামূল্যের হেল্পলাইন খুলছি। প্রয়োজন হলে ১৬০০০ নম্বরে ফোন করে যে কেউ স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ নিতে পারবেন।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর