ঢাকা, ০৯ মে শুক্রবার, ২০২৫ || ২৫ বৈশাখ ১৪৩২
good-food
২২৫

ট্রফি নিয়ে দেশে ফিরেছেন মেসি: রাজকীয় সংবর্ধনা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৪৮ ২০ ডিসেম্বর ২০২২  

দীর্ঘ ৩৬ বছর পর ফুটবল বিশ্বকাপের ট্রফি নিয়ে আর্জেন্টিনা ফিরেছেন মেসিরা। যে ট্রফি নিয়ে দিয়াগো ম‌্যারাডোনা ১৯৮৬ সালে বুয়েন্স আয়ার্সে ফিরেছিলেন সেই ট্রফি লিওনেল মেসির হাতে।

রবিবার কাতারে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে ২২তম বিশ্বকাপের মুকুট জেতে আর্জেন্টিনা। কাতার থেকে ইতালি। ইতালিতে যাত্রা বিরতি শেষে আর্জেন্টিনার খেলোয়াড়দের বহনকারী বিমান বুয়েন্স আয়ার্সে পৌঁছায় স্থানীয় সময় সোমবার রাত ৩টায় অ‌্যারোপার্কে তাদের বিমান অবতরণ করে।

ফুটবলের জাদুকর মেসি বিশ্বকাপের ট্রফি হাতে নিয়ে বিমান থেকে বেরিয়ে আসেন। ডানহাতে ট্রফি উঁচিয়ে ধরে আর্জেন্টাইনদের দীর্ঘদিনের স্বপ্নপূরণ করেন এলএম টেন। পাশেই ছিলেন কোচ লিওনেল স্কালোনি।

 বিমানবন্দরের বাইরেই সব আয়োজন। সমর্থকরা সেখানে বিশ্বচ‌্যাম্পিয়নদের জন‌্য অপেক্ষা করছিলেন।

আনুষ্ঠানিকতা সেরে মেসি-ডি মারিয়ারা ছাদখোলা বাসে করে বিমানবন্দর থেকে বেরিয়ে আসেন রাত ৩টা ৩০ মিনিটে।  বাইরে হাজার হাজার মানুষ পতাকা নেড়ে, স্লোগানে স্লোগানে তাদের অভিবাদন জানায়। মেসিদের বরণ করে নিতে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের রাস্তায় হাজারো মানুষের ঢল নামে।তাদের অভিবাদনের জবাব দেন বিশ্বকাপ জয়ী দলের সদস্যরা।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর