ঢাকা, ০৪ মে শনিবার, ২০২৪ || ২১ বৈশাখ ১৪৩১
good-food
৮১৬

নওয়াজ শরীফের ৭ বছরের কারাদণ্ড

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৩৪ ২৪ ডিসেম্বর ২০১৮  

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে সাত বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে আদালত সবশেষ এ রায় দেন। দুর্নীতির দায়ে গেল বছর ক্ষমতাচ্যুত হন তিনি ।

তবে সব অভিযোগ অস্বীকার করেছেন নওয়াজ শরীফ। পাকিস্তানের তিন তিনবারের প্রধানমন্ত্রীর দাবি, দেশটির ক্ষমতাশালী নিরাপত্তা বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন তিনি। 

পানামা পেপার্সে ফাঁস হওয়া মধ্যপ্রাচ্যে পারিবারিক ব্যবসাকেন্দ্রিক অভিযোগ তদন্তের পর আদালত সর্বশেষ এ রায় দেন। কারাদণ্ড ছাড়াও তাকে জরিমানাও করা হয়। কিন্তু জরিমানার পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।

রায়কে কেন্দ্র করে আদালতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। তবু আইনশৃঙ্খলা বাহিনী ও শরীফ সমর্থকদের মাঝে সংঘর্ষ বাঁধে। পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

এর আগে চলতি বছর জুলাই মাসে দুর্নীতির অভিযোগে আদালত নওয়াজকে ১০ বছরের কারাদণ্ড দেন।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর