ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
৬২৩

নাইরোবির বিলাসবহুল হোটেলে জঙ্গি হামলা, নিহত ২১

লাইফ টিভি 24

প্রকাশিত: ১১:৩৫ ১৭ জানুয়ারি ২০১৯  

 

কেনিয়ার রাজধানী নাইরোবিতে বিলাসবহুল হোটেলে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এ পর্যন্ত ২১ জন নিহতের খবর নিশ্চিত হওয়া গেছে।

 

মঙ্গলবার বিকেলে নাইরোবির ওয়েস্টল্যান্ড জেলার দুসিতডিটু হোটেলে ওই হামলার ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজনআরও কয়েকজনের খোঁজ পাওয়া যাচ্ছে না।

 

কেনিয়া সরকারের বরাত দিয়ে বিবিসি’র প্রতিবেদেনে বলা হয়অন্তত ২৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রেডক্রস জানিয়েছে, এখনও পর্যন্ত ১৯ জন মানুষ নিখোঁজ রয়েছেন।

 

সোমালিয়াভিত্তিক ইসলামি জঙ্গি সংগঠন আল-শাবাব হামলার দায় স্বীকার করেছে।

টানা ১৯ ঘণ্টার শ্বাসরূদ্ধ অভিযানের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।

 

পাঁচ জঙ্গিকে 'দমনের' মাধ্যমে হোটেলটিকে জিম্মিদশা থেকে মুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু মুইগাই কেনিয়াত্তা।

 

২০১১ সালের অক্টোবরে সোমালিয়ায় জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ করতে সেনা পাঠিয়েছিল কেনিয়া। এরপর থেকেই আল-শাবাবের লক্ষ্যে পরিণত হয় দেশটি।

 

গত মঙ্গলবার স্থানীয় সময় বেলা ৩টার দিকে দুসিতডিটু হোটেলে হামলার পর ভেতর থেকে বিস্ফোরণ গোলাগুলির শব্দ পাওয়া যায়।

 

কেনিয়ার পুলিশ প্রধান জোসেফ বোয়নেট তখন সাংবাদিকদের জানান, সশস্ত্র সন্ত্রাসীরা হোটেলটির ভেতরে অবস্থান নিয়ে আছে। বিশেষায়িত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের প্রতিহত করার চেষ্টা করছেন।

 

দেশটির প্রেসিডেন্ট কেনিয়াত্তা বলেন, হোটেলটিতে নিরাপত্তা অভিযান শেষ হয়েছে। আমরা সব সন্ত্রাসীকে প্রতিহত করেছি।

 

হামলায় নিহতদের মধ্যে ১১ জন কেনীয়, একজন যুক্তরাষ্ট্রের একজন ব্রিটেনের নাগরিক। নিহত অন্য দু'জনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থাগুলো জানায়, ঘটনাস্থলে বেশ কয়েকটি লাশ ছিন্নভিন্ন দেহ দেখা গেছে ৷  

এরই মধ্যে কেনিয়ার কয়েকটি হাসপাতাল নাগরিকদের প্রতি আহতদের রক্ত দেয়ার আহ্বান জানিয়েছে ৷

ফোরটিন রিভারসাইড ড্রাইভ কমপ্লেক্স নামে একটি হোটেল ছাড়াও ব্যাংক আরো কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে ৷ হামলার পরপরই কমপ্লেক্সের বাইরের গাড়িগুলোতে আগুন দেখা যায় ৷ অগ্নিনির্বাপক কর্মীরা সেই আগুন নিয়ন্ত্রণে আনেন ৷

অন্যদিকে টুইটারসহ নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে আগুনের দৃশ্যসহ, সামরিক বাহিনীর তৎপরতা উদ্ধারকর্মী উদ্ধারকৃতদের নানারকম ছবি দেখা যায় ৷

 

উল্লেখ্য, এর আগে ২০১৩ সালে আল শাবাব নাইরোবির ওয়েস্টগেট মলে হামলা চালায় ৷ দিনব্যাপী হামলা পাল্টা হামলার সে ঘটনায় ৬৭ জন নিহত হয় ৷

 

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর