ঢাকা, ১৩ অক্টোবর সোমবার, ২০২৫ || ২৭ আশ্বিন ১৪৩২
good-food
৯৮৯

নেপালে স্কুলবাস দুর্ঘটনায় নিহত ২৩

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৪৫ ২২ ডিসেম্বর ২০১৮  

নেপালের পশ্চিমাঞ্চলে স্কুল শিক্ষার্থী ও শিক্ষকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর গিরিখাদে পড়ে ২৩ জন নিহত হয়েছেন।

নিহত ছাত্রদের অধিকাংশের বয়স ১৬ থেকে ২০ বছরের মধ্যে। দুর্গম এলাকায় শুক্রবার বিকালের দুর্ঘটনায় বাসের চালক ও দুই শিক্ষকও মারা গেছেন।

গাড়িটিতে ৩৭ আরোহী ছিলেন। এদের মধ্যে ২২ জন ঘটনাস্থলে এবং একজন কাছের একটি হাসপাতলে নেয়ার পর মারা গেছেন। এই ঘটনায় আহত ১৪ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে।

দেশটির পুলিশ কর্মকর্তা বেল বাহাদুর পান্ডে বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে; অতিরিক্ত দ্রুতগতিতে গাড়িটি চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর