ঢাকা, ০৯ মে শুক্রবার, ২০২৫ || ২৫ বৈশাখ ১৪৩২
good-food
৪২৩

পরের ফুটবল বিশ্বকাপ কবে, কখন, কোথায়

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:০১ ২১ ডিসেম্বর ২০২২  

পর্দা নেমেছে কাতার বিশ্বকাপ ২০২২ এর। সব দলকে ছাপিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি জিতেছে আর্জেন্টিনা। তবে এজন্য অপেক্ষা করতে হয়েছে ৩ যুগ। এ শিরোপা জয়ের রেশ এখনো কাটেনি। লিওনেল মেসিদের বরণ করে নিচ্ছে নিজ দেশ। তবে এরই মধ্যে শুরু হয়ে গেছে পরের বিশ্বকাপের দিন গোনা। এবার আর ৪ বছরের অপেক্ষা নয়, অপেক্ষার প্রহর কমে এসেছে সাড়ে ৩ বছরে। কেননা এরপরের আসরটি হবে আগের নিয়মেই জুন-জুলাইয়ে। 

 

ফুটবল বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাসে এই প্রথম নিয়ম পরিবর্তন করে নভেম্বর-ডিসেম্বরে মাঠে গড়ায় বিশ্বকাপের আসর। অবশ্য এর পেছনে যথেষ্ট কারণও আছে। জুন-জুলাইয়ের সময়টাতে মরুর দেশ কাতারের আবহাওয়া থাকে উত্তপ্ত। তাই সেখান থেকে বাঁচতে বিশ্বকাপের আসরের সময় পরিবর্তন করে নেয়া হয় নভেম্বর-ডিসেম্বরে। 


২৩তম ফুটবল বিশ্বকাপ আসরের আয়োজক যারা
ইতিহাসে কখনো এত বেশি শহরে বিশ্বকাপের আয়োজন হয়নি। ২০২৬ সালেই প্রথমবারের মতো তিন দেশ মিলিয়ে মোট ১৬টি শহরে হবে ফুটবলের মহাযজ্ঞ। ২০০২-এর পর প্রথমবার একাধিক দেশে বিশ্বকাপ আয়োজন করা হবে। মেক্সিকোই প্রথম দেশ যেখানে তিনবার বিশ্বকাপ হচ্ছে (১৯৭০, ১৯৮৬ ও ২০২৬)। আমেরিকায় দ্বিতীয় বার (১৯৯৪ ও ২০২৬)। কানাডা প্রথমবার বিশ্বকাপ আয়োজন করবে।

 

যে সালে পরের বিশ্বকাপ

কাতারে জুন-জুলাইয়ে গরমের কথা চিন্তা করে বিশ্বকাপ পিছিয়ে নিয়ে যাওয়া হয় শীতকালে। ফলে ভরা ক্লাব মৌসুমের মাঝেই চলে খেলা। ২০২৬-এ আবার জুন-জুলাইয়েই ফিরবে বিশ্বকাপ। অর্থাৎ, চার বছর অপেক্ষা করতে হবে না। পরের আসর হবে সাড়ে ৩ বছর পরে। তবে বিশ্বকাপ কবে থেকে মাঠে গড়াবে সেই তারিখ জানায়নি ফিফা। কিন্তু জোর গুঞ্জন ২০২৬ সালের ৮ জুন মাঠে গড়াতে পারে ২৩তম আসরের প্রথম ম্যাচ। 

 

যে যে শহরে বিশ্বকাপ হবে
আমেরিকায় উদ্বোধনী এবং ফাইনালসহ মোট ৬০টি ম্যাচ হওয়ার কথা রয়েছে। এগুলো হবে ১১টি শহরে। শহরগুলো হলো- সিয়াটল, সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলেস, কানসাস সিটি, ডালাস, হিউস্টন, বস্টন, নিউ ইয়র্ক/নিউ জার্সি, ফিলাডেলফিয়া, আটলান্টা ও মায়ামি। মেক্সিকোর ১০টি ম্যাচ হবে ৩টি শহর মন্টেরে, গুয়াদালাজারা এবং মেক্সিকো সিটিতে। কানাডায় ১০টি ম্যাচ হবে ভ্যাঙ্কুভার ও টরন্টোতে।

 

যে অঞ্চল থেকে যতটি দেশ অংশগ্রহণ করবে
বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ৩২ দলের অংশগ্রহণের প্রথা ভেঙে ২৩তম আসরে অংশ নেবে ৬টি অঞ্চলের ৪৮টি দল। যেখানে সর্বোচ্চ সংখ্যক অংশগ্রহণকারী থাকবে ইউরোপিয়ান অঞ্চল থেকে। দ্বিতীয় সর্বোচ্চ আফ্রিকা ও তৃতীয় সর্বোচ্চ এশিয়া।

 

এশিয়া থেকে ৮টি, আফ্রিকা থেকে ৯টি, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা থেকে ৬টি করে, ওশেনিয়া থেকে ১টি এবং ইউরোপ থেকে ১৮টি দল অংশ নেবে। তবে এই ৪৮টি দল কতটি গ্রুপে অংশ নেবে সেটি এখনো জানানো হয়নি। 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর