ঢাকা, ১৩ অক্টোবর সোমবার, ২০২৫ || ২৭ আশ্বিন ১৪৩২
good-food
৮৩৮

পাকিস্তানকে দেয়া অনুদান বাতিল করলেন ট্রাম্প

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:০৪ ৩ জানুয়ারি ২০১৯  

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানে ১৩০ কোটি ডলারের আর্থিক সহায়তা বন্ধ করে দিয়েছেন।

তিনি মনে করেন, দক্ষিণ এশিয়ার দেশগুলো শত্রুদের ঘর। ত্রাণ বন্ধ করে দিলেও ট্রাম্প পাকিস্তানের সঙ্গে খুব ভালো সম্পর্ক চান।  তিনি বুধবার এই ইচ্ছা প্রকাশ করেন।

ইকোনমিক টাইমসের খবরে জানানো হয়, ট্রাম্প প্রশাসন তালেবান জঙ্গিদের সঙ্গে শান্তি আলোচনার উদ্যোগ নিয়ে খুব বেশি ভাবছে না। তবে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে শিগগির বৈঠক করবেন ট্রাম্প।

এর আগে ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে দাবি করা দক্ষিণ ক্যারোলাইনার সিনেটর লিন্ডসে গ্রাহাম এক সাক্ষাৎকারে সিএনএনকে জানান, পাকিস্তান তালেবান জঙ্গিদের আলোচনার টেবিলে বসার জন্য যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করছে। এরপর যুক্তরাষ্ট্র সন্ত্রাস ও আইএস দমনে কাজ করবে।

 ট্রাম্প বলেছেন, আমরা পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক চাই।  তারা শত্রুদের লালন করে। আমরা সেটা করতে পারি না। ট্রাম্প বলেন, এ কারণে পাকিস্তানের নতুন নেতার সঙ্গে আমি বৈঠক চাই। তবে আমি পাকিস্তানে ১৩০ কোটি ডলারের সহায়তা বন্ধ করেছি। আমি মনে করি, এই অর্থ পানিতে পড়েছে। তাই আমি এটি বন্ধ করেছি।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর