ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪ || ৭ বৈশাখ ১৪৩১
good-food
৪১৪

বিসিবি প্রেসিডেন্টস কাপ

পেসারদের সাফল্যের কারণ জানালেন তাসকিন

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৩১ ২৪ অক্টোবর ২০২০  

বিসিবি প্রেসিডেন্টস কাপে পেসারদের সাফল্যে খুশি ডানহাতি গতিতারকা তাসকিন আহমেদ। তিনি মনে করেন, করোনাকালে পেসাররা উন্নতি করেছে। তাই ব্যাটসম্যানদের চাপে ফেলতে সক্ষম হয়েছে।

 

তার মতে, বোলাররা কন্ডিশন থেকে সুবিধা পেয়েছে। সেই সঙ্গে পরিকল্পনা অনুযায়ী বোলিং করতে পেরেছে এবং ধারাবাহিক ধরে রাখতে পেরেছে।

 

শনিবার তাসকিন বলেন, অনেক প্রতিদ্বন্দিতা হয়েছে। তবে বোলাররা এখান থেকে বেশ সহায়তা পেয়েছে। তারা ধারাবাহিকভাবে ভালো করেছে। ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষায় ফেলেছে ওরা। বিশেষভাবে নতুন বলে প্রথম পাওয়ার প্লেতে।

 

তিনি বলেন, বোলারদের এখানে কৃতিত্ব দিতে হবে। তারা ধারাবাহিকভাবে ভালো জায়গায় বোলিং করেছে। পরিকল্পনা অনুযায়ী খেলেছে। কোনও ব্যাটসম্যানকে সহজে খেলার সুযোগ দেয় না। আর পেসাররা খুবই ভালো করেছে। এটি একটি ভালো জিনিস, ইতিবাচক বিষয় হচ্ছে বোলাররা দ্রুত উন্নতি করছে।

 

নিজের পারফরম্যান্সেও বেশ খুশি তাসকিন। কিন্তু তিনি মনে করেন, তার বোলিংয়ে আরও উন্নতির প্রয়োজন রয়েছে।

 

তাসকিন বলেন, এই টুর্নামেন্টে আমাদের সব পেসাররাই ভালো করেছে। প্রত্যেকেই বেশ মিতব্যয়ী ও নতুন-পুরাতন বলে উইকেট শিকার করতে পেরেছে। আমি যদি নিজেকে মূল্যায়ন করতে চাই, আগের চেয়ে ভালো। তবে আমার আরও উন্নতি করা দরকার। আগের চেয়ে আমি আরও ভালো করতে চাই। আমি কাজ করছি, আশা করছি, সামনে আরও ভালো কিছু হবে।

 

রোববার বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনালে মাহমুদউল্লাহ একাদশের বিপক্ষে নাজমুল একাদশের হয়ে খেলবেন তাসকিন। ফাইনালেও নিজের সেরাটা দেয়ার প্রত্যাশা করছেন তিনি।

 

দেশসেরা স্পিডস্টার বলেন, বিসিবি প্রেসিডেন্টস কাপে এখন পর্যন্ত আমার কাছে দুর্দান্ত। দীর্ঘদিন পর সাদা বলের ক্রিকেটে খেলতে পেরে ভালো লাগছে। সব ম্যাচই প্রতিদ্বন্দিতাপূর্ণ ও উপভোগ্য হয়েছে।

 

তাসকিন বলেন, ফাইনালে চ্যাম্পিয়ন হওয়াই প্রধান লক্ষ্য। কারণ, আমাদের দল ৪ ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছে। সবাই অনেক চেষ্টা করেছে এবং কঠোর পরিশ্রম করেছে। মাঠে নিজ নিজ জায়গা থেকে সেরাটা দেয়ার চেষ্টা করছে।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর