ঢাকা, ১২ জানুয়ারি সোমবার, ২০২৬ || ২৯ পৌষ ১৪৩২
good-food
৩৩৬

প্রয়োজনে শিবচর মাদারীপুর লকডাউন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৫৭ ১৯ মার্চ ২০২০  

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ফরিদপুর, মাদারীপুর, শিবচর এলাকায় করোনা রোগীর সংখ্যা বেশি। অবস্থার অবনতি হলো  করোনার কারণে প্রয়োজনে শিবচর ও মাদারীপুর লকডাউন করা হবে বলে।
 বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

তিনি বলেন, শিবচর ও মাদারীপুর ভালনারেবল। এ জেলায়ই করোনা আক্রান্ত দেশ থেকে বেশি মানুষ এসেছে। সেখানেই বেশি নজরদারি করা হচ্ছে। প্রয়োজনে লকডাউন করা হবে।তিনি বলেন, ঢাকা শহরের আরো কয়েকটি হাসপাতাল তৈরি করা হচ্ছে। যেখানে ২০০০ বেড হবে। এছাড়া বিশ্ব ইজতেমা ময়দান সেনাবাহিনী দিয়ে প্রস্তুত করা হচ্ছে। 
স্বাস্থ্য মন্ত্রী জানান, তুরাগ ময়দানে করোনা রোগীদের চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থায় আইসোলেশন কেন্দ্র চালুর চিন্তাভাবনা চলছে। 

চায়নাতে করোনাকে নিয়ন্ত্রণে নিয়েছে লকডাউনের মাধ্যমে। অন্যান্য দেশও চায়নাকে অনুসরণ করছে। যদি আমাদের পরিস্থিতির আরও অবনতি ঘটে এবং আমাদের কোনো এলাকা যদি বেশি আক্রান্ত হয়ে যায়, আমরাও অবশ্যই সে এলাকা লকডাউনে নিয়ে যাবো। আমাদের দেশের মানুষকে রক্ষা করতে হবে করোনা থেকে। লকডাউন করাটাই আক্রান্ত এলাকার জন্য একমাত্র উপায়।