ঢাকা, ২৯ আগস্ট শুক্রবার, ২০২৫ || ১৪ ভাদ্র ১৪৩২
good-food
৩০৮

‘বাংলা ওয়াশ’ ত্রিদেশীয় সিরিজের শিরোপা উন্মোচন

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৪৮ ৫ অক্টোবর ২০২২  

অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে কয়েক দিন পরই। এর আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। বুধবার (৫ অক্টোবর) টয়লেট্রিজ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘বাংলা ওয়াশ’ এর টাইটেল স্পন্সরে ‘বাংলা ওয়াশ টি-টোয়েন্টি ত্রি-সিরিজের’ শিরোপা উন্মোচন হয়েছে।

 

শিরোপা উন্মোচন করেন নিউজিল্যান্ড দলের অধিনায়ক কেন উইলিয়ামসন, পাকিস্তান অধিনায়ক বাবর আজম এবং বাংলাদেশ টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান। বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান উপস্থিত থাকতে না পারায় তার হয়ে দায়িত্ব পালন করেন নুরুল।

 

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে আছেন সাকিব। অন্যদিকে বাংলাদেশ দলের অন্য ক্রিকেটাররা সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি সিরিজ খেলে দেশে ফিরে আবার নিউজিল্যান্ড গেছেন। আগামী বৃহস্পতিবার দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে সাকিবের।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর