ঢাকা, ১৯ আগস্ট মঙ্গলবার, ২০২৫ || ৩ ভাদ্র ১৪৩২
good-food
২৮৮

বিপিএলের চূড়ান্ত সূচি প্রকাশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:০৯ ১২ নভেম্বর ২০২৪  

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রকাশ করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের চূড়ান্ত সূচি। মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় বিসিবি আনুষ্ঠানিকভাবে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্টের সূচি ঘোষণা করে। এবারের বিপিএল শুরু হবে আগামী ৩০ ডিসেম্বর এবং চলবে দেড় মাস ধরে, যা শেষ হবে ৭ ফেব্রুয়ারি ২০২৫।

 

এবারের বিপিএলে অংশ নিচ্ছে সাতটি দল। ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস, দুর্বার রাজশাহী, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স। বিসিবি সভাপতি ফারুক আহমেদ আশাবাদী, আগের আসরগুলোর তুলনায় উন্নতমানের বিপিএল উপহার দিতে পারবে এবারের আয়োজন।

 

এবারের বিপিএলে টিকেট ব্যবস্থা সম্পূর্ণভাবে ডিজিটাল করা হয়েছে। পাশাপাশি, দর্শকদের সুবিধার্থে গ্যালারিতে বিনামূল্যে পানির ব্যবস্থা থাকবে এবং স্টেডিয়াম পরিষ্কার রাখতে থাকবে বিশেষ কর্মসূচি। এ ছাড়া শুরু থেকেই থাকবে ডিআরএস প্রযুক্তি, উন্নতমানের সম্প্রচার ব্যবস্থা, বিদেশি আম্পায়ার ও জনপ্রিয় ধারাভাষ্যকারদের অংশগ্রহণ।

 

বিপিএলের প্রথম পর্ব  ঢাকায় শুরু হবে। যেখানে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে হবে প্রথম ৮টি ম্যাচ। এরপর টুর্নামেন্ট স্থানান্তরিত হবে সিলেটে, যেখানে ৬ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত হবে মোট ১২টি ম্যাচ। ১৬ জানুয়ারি থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলবে পরবর্তী ১২টি ম্যাচ। এরপর বিপিএল আবার ঢাকায় ফিরে আসবে এবং ২৬ জানুয়ারি থেকে ফাইনাল পর্যন্ত সব ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে।

 

৩ ফেব্রুয়ারি দুপুরে এলিমেনেটর আর একই দিন রাতে হবে প্রথম কোয়ালিফায়ার। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি অনুষ্ঠিত হবে ৫ ফেব্রুয়ারি, এক দিনের বিরতি শেষে। ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবারের বিপিএলের ফাইনাল, যা দিয়ে শেষ হবে এই উত্তেজনাপূর্ণ টুর্নামেন্টের ১১তম আসর।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর