ঢাকা, ২৯ এপ্রিল সোমবার, ২০২৪ || ১৬ বৈশাখ ১৪৩১
good-food
৮০

বিপিএলের প্লে অফের লাইনআপ চূড়ান্ত,কে কার প্রতিপক্ষ, কবে কোন ম্যাচ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:২৪ ২৩ ফেব্রুয়ারি ২০২৪  

প্লে অফ নিশ্চিতের ম্যাচে জয়ের ক্যানভাসটা ঠিক যেভাবে সাজানো দরকার ছিল সেভাবেই ব্যাট হাতে রানের ফোয়ারা বইয়ে কাজের কাজটিই করলেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। সঠিক সময়ে জ্বলে উঠলো তার ব্যাট, সেই সঙ্গে চতুর্থ দল হিসেবে দলকে নিয়ে গেলেন বিপিএলের দশম আসরের প্লে’অফে। এর মধ্যদিয়ে চূড়ান্ত হয়ে যায় প্লে অফের চারটি দল। অন্যদিকে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামার আগেই টুর্নামেন্ট থেকে বিদায় ঘটে টুর্নামেন্টের শুরুর টানা চার ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা খুলনা টাইগার্সের। 

 

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) মিরপুরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসকে ৬ উইকেটে হারিয়ে চতুর্থ দল হিসেবে প্লে অফ নিশ্চিত করে তামিম বাহিনী। এর আগে প্লে নিশ্চিত করেছিল রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ানস ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ফাইনালের মিশনে কোয়ালিফায়ার রাউন্ডে মুখোমুখি হবে এ চার দল।

 

পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল রংপুর ও কুমিল্লা মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে। ১২ ম্যাচ শেষে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রংপুর, অন্যদিকে সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে কুমিল্লা। নিয়মানুসারে এ দুই দল আগামী সোমবার (২৬ ফেব্রুয়ারি) মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে। এ ম্যাচের জয়ী দল সরাসরি কাটবে ফাইনালের টিকিট।

 

তবে ম্যাচটিতে হারলেও যে তাদের ফাইনালে খেলা হবে না এমনটি নয়। বরং তারা ফাইনালে যাওয়ার পথে পাবে আরও একটি সুযোগ। এলিমিনেটর রাউন্ডে জয়ী দলের বিপক্ষে খেলবে তারা। টেবিলের তিনে থাকা ফরচুন বরিশাল ও চতুর্থ স্থানে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মধ্যে ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় হবে এলিমিনেটর রাউন্ডের ম্যাচ। জয়ী দল প্রথম কোয়ালিফায়ার রাউন্ডে বাদ পড়া দলের বিপক্ষে ফাইনালের টিকিট নিশ্চিত করতে ২৮ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ারে লড়বে। আর পরাজিত দল দশম আসর থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেবে।

 

আগামী ১ মার্চ প্রথম ও দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দুই দল মুখোমুখি হবে ফাইনালে। এখান থেকে একটি দলের হাতে শিরোপা উঠার মধ্যদিয়ে পর্দা নামবে বিপিএলের দশম আসরের।

 

প্লে অফে নাম লেখানো চার দলের মধ্যে দুটি দলই শিরোপার দেখা পেয়েছে। যেখানে কুমিল্লার রয়েছে সর্বোচ্চ ৪টি শিরোপা ও রংপুরের একটি। অন্যদিকে এখন পর্যন্ত শিরোপা ঘরে তুলতে পারেনি চট্টগ্রাম ও বরিশাল। তাই তাদের আপ্রাণ চেষ্টা থাকবে প্রথমবারের মতো শিরোপা ঘরে তোলার। অন্যদিকে কুমিল্লা ও রংপুরের লক্ষ্য থাকবে নিজেদের শোকেসে আরেকটি শিরোপা তোলার।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর