ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
৬৫৮

বিমানবন্দরে এমপিসহ ভিআইপিদের তল্লাশি শিথিলের প্রস্তাব

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৫২ ৭ এপ্রিল ২০১৯  

দেশের বিমানবন্দরে সংসদ সদস্যসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (ভিআইপি) ক্ষেত্রে নিরাপত্তা তল্লাশি কিছুটা শিথিল করার  অনুরোধ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা। একইসঙ্গে তাঁদের জন্য আলাদা সারি করারও অনুরোধ জানানো হয়েছে।

 

আজ রোববার জাতীয় সংসদ ভবনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ ব্যাপারে আলোচনা হয় বলে বৈঠক সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, বৈঠকে বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশি নিয়ে আলোচনা হয়। একজন সংসদ সদস্য বলেন, নিরাপত্তা তল্লাশির দরকার আছে। তবে যাঁরা গুরুত্বপূর্ণ ব্যক্তি তাঁদের কোমরের বেল্ট বা জুতা খোলানোর বিষয়টি শিথিল করা যায় কি না, তা দেখা যেতে পারে। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য নিরাপত্তা তল্লাশির আলাদা সারি করা যেতে পারে। কমিটির অন্য সদস্যরাও এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন। একইসঙ্গে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য বিমান মন্ত্রণালয়কে অনুরোধ করেন।

 

তবে, বিমান মন্ত্রণালয় বলেছে, এটি করতে হলে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনা দরকার।

 

কমিটির সদস্যরা বলছেন, নিরাপত্তা তল্লাশির ক্ষেত্রে যাতে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে না হয়, সেটা খেয়াল রাখতে বলা হয়েছে। বৈঠকে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, কোনো কোনো ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া দরকার এসবসহ সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

 

সূত্র জানায়, কমিটির একজন সদস্য বৈঠকে অভিযোগ করেন, সম্প্রতি তিনি বাংলাদেশ বিমানের টিকিট চেয়ে পাননি। তবে তিনি খোঁজ নিয়ে জেনেছেন, ওই ফ্লাইটে আসন খালি ছিল। কমিটি এই অভিযোগটি খতিয়ে দেখতে বলেছে।

 

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারসহ অন্যান্য পর্যটন কেন্দ্রগুলোকে পরিবেশবান্ধব করতে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও উন্নত করা, সেন্ট মার্টিনের পাশাপাশি সোনাদিয়া, মহেশখালী দ্বীপকে পর্যটন আকর্ষণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার সুপারিশ করে কমিটি।

এ ছাড়া বিমানের আসন খালি না রেখে সব টিকিট যেন বিক্রি হয় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার সুপারিশ করে সংসদীয় কমিটি।

 

কমিটি সভাপতি  র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, মোশাররফ হোসেন, আশেক উল্লাহ রফিক ও সৈয়দা রুবিনা আক্তার বৈঠকে অংশ নেন।

 

গেল ২৪ ফেব্রুয়ারি খেলনা পিস্তল নিয়ে ঢাকার শাহজালাল বিমানবন্দর হয়েই উড়োজাহাজে উঠে পলাশ আহমেদ নামে এক যুবক পাইলট-ক্রুদের জিম্মি করেছিলেন। পরে চট্টগ্রাম বিমানবন্দরে কমান্ডো অভিযানে তিনি মারা পড়েন।

এরপর বিমানবন্দরগুলোতে নিরাপত্তা তল্লাশি নিয়ে তুমুল আলোচনার পর সব বিমানবন্দরে তা আরও কড়া করা হয়।

 

এ বিষয়ে জানতে চাইলে কমিটির সদস্য সৈয়দা রুবিনা আক্তার সাংবাদিকদের বলেন, সবাইকে নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়েই যেতে হবে। তবে নিরাপত্তা তল্লাশির ক্ষেত্রে যাতে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে না হয়, সেটা খেয়াল রাখতে বলা হয়েছে।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর