ঢাকা, ০৬ মে মঙ্গলবার, ২০২৫ || ২২ বৈশাখ ১৪৩২
good-food
৩৮৫

বিশ্বকাপ ট্রফির ফটোসেশন পদ্মা সেতুতে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৩৫ ২ আগস্ট ২০২৩  

আগামী অক্টোবরে ভারতে শুরু হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের এবারের আসর। এরই মধ্যে শুরু হয়ে গেছে বিশ্বকাপের ট্রফি ট্যুর। ক্রিকেট কিংবা ফুটবল সব ধরনের খেলায়ই বিশ্বকাপের আগে ট্রফি বিশ্বভ্রমণে বের হয়। এর ধারাবাহিকতায় ৭-৯ আগস্ট তিনদিন বিশ্বকাপ ট্রফিটি বাংলাদেশে অবস্থান করবে।

 

বিশ্বকাপ ট্রফি আগামী ৭ আগস্ট বাংলাদেশে আসবে। তখন পদ্মা সেতুতে ফটোসেশন হবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। এছাড়া ক্রিকেটারদের ফটোসেশনের জন্য মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও সাধারণ দর্শকদের জন্য রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সে নেওয়া হবে।

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিইও নিজাম উদ্দীন চৌধুরী সুজন জানান, আইসিসির ট্রফি ট্যুরের অংশ হিসেবে বাংলাদেশেও বিশ্বকাপের ট্রফি পাঠানো হচ্ছে। ইতোপূর্বেও আইসিসি এ ধরণের কার্যক্রম নিয়েছিল, এটা আইসিসির একটা ক্যাম্পেইন। আমাদের দেশে ৭ই আগস্ট আসবে এবং ৯ তারিখে চলে যাবে।

 

বিশ্বকাপের ট্রফি পাকিস্তান থেকে  শ্রীলঙ্কায় যাবে। এরপর আসবে বাংলাদেশে। এখান থেকে বিশ্বকাপ ট্রফি যাবে কুয়েতে। ৩ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকায় শেষ হবে ট্রফির বিশ্বভ্রমণ। ট্রফিটি  বিশ্বের ১৮টি দেশের ৪০ এর অধিক শহর ঘুরবে। ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ভারতের ১০টি শহরে হবে বিশ্বকাপের এবারের আসর।

 

উল্লেখ্য, গতবার বাংলাদেশের সংসদ ভবনের সামনে তোলা হয়েছিল। এবার বিসিবির আগ্রহে ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘের পদ্মা সেতুর সামনে ছবি তোলা হবে।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর