ঢাকা, ১০ মে শনিবার, ২০২৫ || ২৬ বৈশাখ ১৪৩২
good-food
১২০

বিশ্বকাপের ফাইনালিস্ট পাকিস্তান-ইংল্যান্ডের ফ্যাক্ট ফাইল

লাইফ টিভি 24

প্রকাশিত: ০২:২০ ১৩ নভেম্বর ২০২২  

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজে) অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলবে পাকিস্তান ও ইংল্যান্ড। শিরোপা লড়াইয়ের আগে দুই ফাইনালিস্টের ফ্যাক্ট ফাইলে নজর দেয়া যাক।  উভয় দলই একবার করে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে। ২০০৯ সালে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপের দ্বিতীয় আসরে শিরোপা জিতে পাকিস্তান। লর্ডসের ফাইনালে শ্রীলংকাকে ৮ উইকেটে হারায় তারা। 


২০১০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় আসরের ফাইনালিস্ট ছিল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজের ব্রিজটাউনের কিংস্টন ওভালের ফাইনাল ম্যাচে ৭ উইকেটে জয় পায় ইংল্যান্ড। 

 

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ রান করেছেন ওপেনার অ্যালেক্স হেলস। ৫ ইনিংসে ২টি হাফসেঞ্চুরিতে ২১১ রান করেছেন তিনি। ব্যাটিং গড়- ৫২ দশমিক ৭৫ এবং স্ট্রাইক রেট ১৪৮ দশমিক ৫৯। বোলিংয়ে ইংল্যান্ডের সেরা বোলার স্যাম কারান। ৫ ইনিংসে ১৩৬ রানে ১০ উইকেট নেন তিনি। গড় ১৩ দশমিক ৬০ ও ইকোনমি ৭ দশমিক ২৮।  

 

ব্যাটিংয়ে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ রান করেছেন ওপেনার মোহাম্মদ রিজওয়ান। ৬ ইনিংসে ১টি হাফসেঞ্চুরিতে ১৬০ রান করেছেন তিনি। ব্যাটিং গড় ২৬ দশমিক ৬৬ এবং স্ট্রাইক রেট ১০৯ দশমিক ৫৮। ইনজুরি থেকে সুস্থ হয়ে  বিশ্বকাপ দিয়ে আবারও মাঠে ফিরেছেন পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি। এখন পর্যন্ত বিশ্বকাপে পাকিস্তানের সর্বোচ্চ উইকেটশিকারী তিনি। ৬ ইনিংসে ১৪২ রানে ১০ উইকেট নেন আফ্রিদি। গড় ১৪ দশমিক ২০ ও ইকোনমি ৬ দশমিক ১৭। 

 

টি-টোয়েন্টিতে ২৮বার লড়াই হয়েছে পাকিস্তান-ইংল্যান্ডের। এর মধ্যে ১৮টিতে জিতেছে ইংলিশরা। নয়টিতে জয় পাকিস্তানের। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।  

 

টি-টোয়েন্টিতে ২০০৬ সালের ২৯ আগস্ট পাকিস্তান-ইংল্যান্ডের প্রথম দেখা হয়। বিস্টলের ওই ম্যাচে ১৩ বল বাকি রেখে ৫ উইকেটে ম্যাচ জেতে পাকিস্তান। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৪৪ রান করে ইংল্যান্ড।

 

এ বছরের ৩ অক্টোবর লাহোরে সর্বশেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছি তারা। পাকিস্তানের মাটিতে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ লড়াই ছিল সেটি। ৬৭ রানে ম্যাচ জিতে পাকিস্তানের বিপক্ষে ৪-৩ ব্যবধানে সিরিজ জিতেছিল ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ২০৯ রান করে ইংলিশরা। জবাবে ৮ উইকেটে ১৪২ রান করে ম্যাচ হারে পাকিস্তান।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর