ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
৮৯৮

বিহারে ট্রেন লাইনচ্যুত হয়ে ৬ জনের মৃত্যু

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:৪৫ ৩ ফেব্রুয়ারি ২০১৯  

সংগৃহীত

সংগৃহীত

ভারতের বিহারে ট্রেন লাইনচ্যুত হয়ে ৬ নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও অনেকে। 

বিহারের হাজিপুরে দিল্লিগামী ‘সীমাঞ্চল এক্সপ্রেস’র ৯টি বগি লাইনচ্যুত হয়ে এই হতাহতের ঘটনা ঘটে। খবর জিনিউজের। 

দেশটির রেলমন্ত্রী পীযুষ গোয়ালা টুইটারে দুর্ঘটনার খবরটি শেয়ার করেছেন।

ভারতীয় রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ৩.৫২ মিনিটের দিকে মেহনার রোড দিয়ে ট্রেনটি যাচ্ছিল। তার কিছুক্ষণ পরই এই দুর্ঘটনাটি ঘটেছে। শোনপুর ও বরাউনি থেকে চিকিৎসক ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছেন।  

রাজেশ কুমার পূর্ব রেলওয়ের মূখপাত্র জানান, লাইনচ্যুত বগিগুোর মধ্যে রয়েছে স্লিপারের এস ৮, এস ৯ ও এস ১০ , একটি জেনারেল বগি, একটি শীতাতপ নিয়ন্ত্রিত বগি (বি৩)।

আহতদের অনেকে জানিয়েছেন, ভোরে একটা বিকট শব্দে তাদের ঘুম ভেঙে যায়। এ সময়ই শাহাদাই বুজুর্গের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে। উদ্ধার কাজ শুরু হলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর