ঢাকা, ১০ মে শনিবার, ২০২৫ || ২৬ বৈশাখ ১৪৩২
good-food
১৬৭

বৃষ্টির সঙ্গে লড়াই করে হারল বাংলাদেশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:০০ ২ নভেম্বর ২০২২  

রুদ্ধশ্বাস ম্যাচে ভারতের কাছে লড়াই করে মাত্র ৫ রানে হেরে গেলো বাংলাদেশ। বলা যায় লড়াই করে জিততে জিততে বৃষ্টির কাছে ম্যাচ পণ্ড হয়ে কাঁদল বাংলাদেশ। ভারতের সঙ্গে হেরে বাংলাদেশের সেমিতে খেলার আশা বিলীন হয়ে গেল। 

 

ভারতের দেয়া ১৮৫ রানের জবাবে অ্যাডিলেডে লিটন কুমার দাসের ঝড়ে প্রথম ৭ ওভারে বাংলাদেশ বিনা উইকেটে ৬৬ রান তোলে। এরপর ঘুরে যায় ম্যাচের ভাগ্য। বৃষ্টিতে খেলা বন্ধ থাকে দীর্ঘ সময়।  এতেই ছন্দপতন বাংলাদেশের।

 

বৃষ্টি আইনে বাংলাদেশের সামনে ১৬ ওভারে ১৫১ রানের টার্গেট দেন অ্যাম্পায়াররা।  সেই লক্ষ্য তাড়া করতে গিয়ে ভেঙে পড়ল বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। শেষ পর্যন্ত হাত ফসকে বেরিয়ে গেল ভারতকে হারানোর সুযোগ। বাংলাদেশ হারল ৫ রানে।


টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান সাকিব। লোকেশ রাহুল আর বিরাট কোহলির জোড়া ফিফটিতে ভর করে বড় সংগ্রহই পেয়েছে ভারত। ৬ উইকেটে তুলেছে ১৮৪ রান।

 

তাসকিন আহমেদকে দিয়ে বোলিং ইনিংস উদ্বোধন করেন সাকিব। ডানহাতি পেসার শুরুটা বেশ ভালোই করেন। প্রথম ওভারে মাত্র ১ রান নিতে পারে ভারত। দ্বিতীয় ওভারে শরিফুলকে ছক্কা হাঁকান লোকেশ রাহুল। ওই ওভারে ওঠে ৯ রান।

 

এরপরই উইকেট পেতে পারতেন তাসকিন। ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ বাউন্ডারিতে সহজ ক্যাচ তুলে দিয়েছিলেন রোহিত শর্মা। কিন্তু ভারতীয় অধিনায়কের ক্যাচ হাত ফসকে যায় হাসান মাহমুদের।

 

পরের ওভারে হাসানের হাতেই বল তুলে দেন সাকিব। আর দ্বিতীয় বলেই রোহিতকে তুলে নেন তিনি। যেন ক্যাচ ফেলার প্রায়শ্চিন্ত করেন দারুণ এক ডেলিভারিতে।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর