ঢাকা, ২৯ আগস্ট শুক্রবার, ২০২৫ || ১৩ ভাদ্র ১৪৩২
good-food
৮২৭

বেতন-ভাতার দাবিতে শ্যামলীতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:৩৩ ১৬ জানুয়ারি ২০২০  

রাজধানীর শ্যামলীতে বেতন ভাতার দাবিতে ‘ডায়নামিক গার্মেন্ট’ নামের একটি কারখানার শ্রমিক সড়ক আটকে বিক্ষোভ করছেন। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। অফিসগামী লোকজন বাধ্য হয়ে হেঁটে গন্তব্যে রওনা দিয়েছেন। আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল নয়টায় তারা মিরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। 

সবশেষ দুপুর ১২টা পর্যন্তও পরিস্থিতি স্বাভাবিক করতে পারেনি প্রশাসন। পুলিশ জানায়, সড়কের দুই  পাশে প্রায় ৭/৮শ’ শ্রমিক অবস্থান নিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

জানা গেছে, ডায়নামিক গ্রুপের ক্রিয়েটিভ ফ্যাশনের সামনের সড়কে শ্রমিকরা অবস্থান নেন। এতে গাবতলী, কলেজগেট থেকে শুরু করে আসাদগেট পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানজটের তীব্রতা ছড়িয়ে পড়ছে আশপাশের সড়কগুলোতেও। এই সড়কে বেশকয়েকটি বিশেষায়িত হাসপাতাল থাকায় রোগীরাও পড়েছেন চরম ভোগান্তিতে। 

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর