ঢাকা, ০৬ মে মঙ্গলবার, ২০২৫ || ২২ বৈশাখ ১৪৩২
good-food
২৯৪

মৃত্যুর গুজব নিয়ে হিথ স্ট্রিক হতাশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:২৫ ২৩ আগস্ট ২০২৩  

জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক হিথ স্ট্রিক ক্যানসারের সঙ্গে দীর্ঘদিনের যুদ্ধে হেরে গেছেন বলে জানিয়েছেন তার একসময়ের সতীর্থ হেনরি ওলঙ্গা। ঘণ্টাখানেক যেতেই ওলঙ্গাই আবার নিশ্চিত করেন, স্ট্রিকের মৃত্যুর খবর মিথ্যা রটনা ছাড়া আর কিছুই নয়। সাবেক অধিনায়কের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশটও দেন তিনি। এদিকে, নিজের মৃত্যুর খবর শুনে হতাশ হয়েছেন বলেভারতীয় পত্রিকা মিড ডে’কে জানিয়েছেন হিথ স্ট্রিক। 

জানা গেছে, গত মে মাসে  লিভার ও কোলন ক্যান্সারের সাথে লড়ছেন স্টিক। কয়েক মাস ধরে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি হাসপাতালে ক্যান্সারের চিকিৎসা করাচ্ছেন। বুধবার বি্শ্বের বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মারা গেছেন স্ট্রিক। এমন খবরে শোকাহত হয়ে ক্রিকেট বিশ্ব। 

স্ট্রিকের মৃত্যুর খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে জিম্বাবুয়ের সাবেক পেসার হেনরি ওলোঙ্গা লিখেন, ‘খারাপ খবর পেলাম, হিথ স্ট্রিক অন্য ভুবনে চলে গেছে।’ কিন্তু পরবর্তীতে ওলেঙ্গাই ফের জানিয়েছেন, স্ট্রিক বেঁচে আছেন। তিনি লিখেন, ‘আমি নিশ্চিত করতে পারছি, হিথ স্ট্রিকের মৃত্যুর যে খবর প্রকাশ হয়েছে তা পুরোপুরি মিথ্যে। মাত্রই আমি তার সঙ্গে কথা বলেছি। স্ট্রিকের সাথে কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোডও করেন ওলেঙ্গা। সেখানে স্ট্রিক লিখেন, ‘আমি পুরোপুরি বেঁচে আছি। 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর