ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
৬২৭

মে মাসেই মমতা সরকার শেষ: অমিত শাহ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১১:৪৬ ৩০ জানুয়ারি ২০১৯  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

মে মাসেই খালাস হয়ে যাবে মমতার সরকার বলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তিনি বলেন, লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের দিনই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেনে যাবেন রাজ্যে তাঁর আর দরকার নেই।

‘তৃণমূল হটাও’ স্লোগানকে সামনে রেখে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে গতকাল মঙ্গলবার বিকেলে এক জনসভায় এই হুঁশিয়ারি দেন অমিত শাহ।

তিনি বলেন , মে মাসেই মমতা সরকার শেষ। লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের দিনই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেনে যাবেন রাজ্যে তাঁর আর দরকার নেই। বেলা দুইটার পর থেকে মমতার পতন শুরু হয়ে যাবে।

অনুপ্রবেশ বন্ধ করে দেয়ার উপর জোর দিয়ে অমিত শাহ বলেন, একটি পায়রাকেও সীমান্ত পেরিয়ে ভেতরে ঢুকতে দেওয়া হবে না। মমতার অনুপ্রবেশকারী ভোটব্যাংক রুখে দেওয়া হবে।

পশ্চিমবঙ্গের চিটফান্ড কেলেঙ্কারির কথা উল্লেখ করে অমিত শাহ বলেন, যেসব মানুষ প্রতারিত হয়েছে, বিজেপি ক্ষমতায় এলে তাদের টাকা ফেরত দেওয়া হবে। তিনি উল্লেখ করেন, মমতার আঁকা ছবি কিনতে চিটফান্ডের টাকা খরচ করা হয়েছে।

সরকার বদলানোর ডাক দিয়ে অমিত শাহ বলেন, ‘সোনার বাংলা গড়তে বিজেপিকে ক্ষমতায় আনুন। বিজেপিই পারবে সোনার বাংলা গড়ে দিতে।’

কটাক্ষ করে অমিত শাহ বলেন, এখন বাংলায় শিল্পপ্রতিষ্ঠান নেই। আছে শুধু বোমা তৈরির শিল্প। রবীন্দ্রনাথ, চৈতন্যদেব, রামকৃষ্ণ দেবের বাংলাকে ফের ফিরিয়ে আনতে হবে।

এদিকে মমতার আঁকা ছবি নিয়ে অমিত শাহের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তাঁকে আইনি চিঠি দিয়েছে পশ্চিমবঙ্গের মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্য। চিঠিতে তিনি অমিত শাহকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। নইলে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করার হুমকি দেওয়া হয়েছে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর