ঢাকা, ০১ ডিসেম্বর সোমবার, ২০২৫ || ১৭ অগ্রাহায়ণ ১৪৩২
good-food

মেসিকে বিরতি নিতে বললেন ম্যারাডোনার প্রশিক্ষক

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৪৮ ১ ডিসেম্বর ২০২৫  

ইন্টার মায়ামির জার্সিতে দারুণ সময় কাটছে লিওনেল মেসির। সম্প্রতি জিতেছেন ইস্টার্ন কনফারেন্স শিরোপাও। 

ফাইনালে নিউইয়র্ক সিটিকে ৫-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো এমএলএস (মেজর সকার লিগ) কাপও নিশ্চিত করেছে মায়ামি। ম্যাচটিতে একটি অ্যাসিস্টও করেন মেসি। তাতেই গড়েছেন নতুন রেকর্ড। 


ফুটবল ইতিহাসে সর্বোচ্চ ৪০৫ অ্যাসিস্টের রেকর্ড এখন মেসির দখলে। এ তালিকায় আর্জেন্টাইন মহাতারকা পেছনে ফেললেন হাঙ্গেরিান কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাসকে। 


তবে যুক্তরাষ্ট্রের ফুটবলে এতসব কীর্তি গড়লেও খুশি নন ডিয়েগো ম্যারাডোনার সাবেক প্রশিক্ষক ফার্নান্দো সিগনোরিনি। তিনি মনে করেন, বার্সেলোনা কিংবদন্তি মেসির উচিত এমএলএস থেকে কিছুদিন বিরতি নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটানো। এমনকি স্বল্পমেয়াদে হলেও ধারে অন্যত্র খেলার কথা ভাবা। বিশেষ করে আগামী বছরের ফিফা বিশ্বকাপ সামনে রেখে।


যুক্তরাষ্ট্রের ফুটবল ক্যালেন্ডার অনুযায়ী, ইউরোপে খেলা ফুটবলারদের তুলনায় বিশ্বকাপ শুরুর আগে মেসির প্রতিযোগিতামূলক ম্যাচ কমই পাওয়া হবে।


আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো ম্যারাডোনার সঙ্গে কাজ করা সিগনোরিনি সুপার দেপোরতিভো রেডিওকে বলেছেন, “মেসির এখন উচিত ‘বিশ্বকাপকে প্রাধান্য দেওয়া’। 


তিনি এমএলএসকে ‘ফুটবলের প্যারোডি’ বলেও মন্তব্য করেন। ম্যারাডোনার সাবেক ট্রেইনার বলেন, “লিওর এখন বিশ্বকাপকে অগ্রাধিকার দেওয়া উচিত। সে এমন এক পাগলাটে রেকর্ডভাঙার দৌড়ে ফেঁসে গেছে, যার মানে আমি বুঝি না। কারণ, সে এখন যা করছে (ইন্টার মায়ামিতে), সেটা ফুটবল নয়—ফুটবলের একটা প্যারোডি মাত্র।” 

২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে এখনও সরাসরি কিছুই বলেননি মেসি। জানিয়েছিলেন, আর্জেন্টিনার জার্সিতে নামতে হলে তাকে ‘শারীরিকভাবে পুরোপুরি ফিট’ অনুভব করতে হবে। 


স্পোর্তকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেছিলেন, “আমি দলটার মধ্যে বোঝা হয়ে থাকতে চাই না। আমি চাই শারীরিকভাবে ফিট থাকতে। নিশ্চিত হতে যে, আমি দলকে সাহায্য করতে পারব, অবদান রাখতে পারব “


আর্জেন্টিনা অধিনায়ক আরও বলেছিলে, “আমাদের মৌসুম ইউরোপের মতো নয়। এর মাঝখানে প্রি-সিজন থাকবে, বিশ্বকাপের আগে খুব কম ম্যাচই খেলা হবে। তাই দিন দিন দেখে যেতে হবে যে, আমি আসলেই কী সেই পর্যায়ের ফিটনেস ধরে রাখতে পারছি এবং আমি যেখানে থাকতে চাই সেখানেই থাকতে পারব কি না, অংশ নিতে পারব কি না।” 


মেসি বলেছিলেন, “অবশ্যই, আমি জানি এটা বিশ্বকাপ। একেবারে বিশেষ টুর্নামেন্ট, ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ। তাই আমার ভীষণ উত্তেজনা কাজ করছে। তবে আমি সবকিছু একদিন করে দেখে এগোচ্ছি।”

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর