ঢাকা, ১০ মে শনিবার, ২০২৫ || ২৬ বৈশাখ ১৪৩২
good-food
২৩১

ম্যানইউ আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: রোনালদো

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৩১ ১৪ নভেম্বর ২০২২  

দরজায় কড়া নাড়ছে কাতার বিশ্বকাপ। এর আগে নিজের ক্লাব নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। সম্প্রতি ব্রিটিশ ব্রডকাস্টার পিয়ের্স মর্গ্যানকে ৯০ মিনিটের এক সাক্ষাত্‍কারে ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন সিআরসেভেন।

 

রেড ডেভিলস রোনালদোকে চায় না। তিনিও কি চান ম্যানইউয়ে থাকতে? বারবার ঘুরে ফিরে শোনা গিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চান। গত বছরের অগস্টে জুভেন্তাস ছেড়ে নিজের পুরনো ক্লাবে ম্যানইউতে ফেরেন রোনালদো। রেড ডেভিলসে নিয়মিত তিনি একাদশে থাকার সুযোগ পান না। এছাড়াও ক্লাবের সঙ্গে তার বনিবনা হচ্ছে না। এ কথা নতুন নয়। এবার ক্লাব, কোচ সম্পর্কে একাধিক বিস্ফোরক তথ্য তুলে ধরলেন সিআরসেভেন।

 

ম্যানইউ রোনালদোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। ক্লাবে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। প্রতিনিয়ত এমনটাই অনুভব করেছেন। এই নিয়ে তিনি বলেন, “শুধু কোচ নয়। ক্লাবে আরও দুই-তিন জন রয়েছে। আমার মনে হয় ক্লাব আমাকে চায় না। আমি অনুভব করি, আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। এমনটা শুধু এ বছর নয়, গত বছরও মনে হয়েছিল। তবে আমার এতে কিছু যায় আসে না। সমর্থকদের সত্যিটা জানা প্রয়োজন। আমি ক্লাবের জন্য সেরাটা দিতে চাই। যে কারণে আমি ম্যানইউতে এসেছি।

 

রোনালদো জানিয়েছেন, ম্যানইউ কোচ এরিক টেন হ্যাগ তাকে সম্মান দেন না। যে কারণে কোচের প্রতিও তার কোনও সম্মান নেই। এরিক দায়িত্বে আসার পর থেকেই রোনালদোর সঙ্গে তার খুঁটিনাটি বিষয়ে মত মিলত না। ম্যানইউয়ের একাধিক ম্যাচে পর্তুগিজ তারকাকে রিজার্ভ বেঞ্চে কাটাতে হয়েছে।

 

কোচের ব্যপারে সিআরসেভেন বলেন, “আমি জানি না ও আমার এত সমালোচনা করে কেন। সম্ভবত ও ক্যারিয়ার শেষ করে ফেলেছে। আর আমি এখনও ঊচ্চ পর্যায়ে খেলে চলেছি। ওর প্রতি আমার কোনও সম্মানও নেই। কারণ ও আমায় সম্মান করে না। আপনি যদি আমায় সম্মান না করেন, আমি আপনাকে কখনওই সম্মান করব না।

 

রোনালদো জানান তার মনে হয়, স্যার অ্যালেক্স চলে যাওয়ার পর ক্লাবের সেই অর্থে উন্নতি হয়নি। তিনি বলেন, সে যাওয়ার পর, ক্লাবের কোনও উন্নতিই হয়নি। কোনও পরিবর্তন আমি অন্তত দেখতে পাইনি। ক্লাব যে ঠিক পথে চলছে না তা কারও অজানা নয়।।

 

তিনি জানান, প্রত্যেকেই এটা জানেন। যারা এটা দেখতে পান না, তারা আসলে তা চান না। কারণ তারা অন্ধ।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর