ঢাকা, ১০ মে শনিবার, ২০২৫ || ২৬ বৈশাখ ১৪৩২
good-food
১৩৪

যে সমীকরণে এখনও সেমিতে খেলতে পারে পাকিস্তান

লাইফ টিভি 24

প্রকাশিত: ১০:৪১ ৩১ অক্টোবর ২০২২  

এমনিতেই টিম টিম করে জ্বলছিল আলো। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের হারের পরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তানের পৌঁছানোর সম্ভাবনা আরও কমে গেল। পরিস্থিতি এমনই যে বড়সড় কোনও অঘটন না ঘটলে বাবর আজমদের দেশে ফেরার টিকিট মোটামুটি ‘কনফার্ম’ হয়ে গিয়েছে।

 

আপাতত সুপার ১২ পর্যায়ের গ্রুপ ২-র শীর্ষে আছে দক্ষিণ আফ্রিকা (পাঁচ পয়েন্ট)। তারপর আছে যথাক্রমে ভারত (চার পয়েন্ট), বাংলাদেশ (চার পয়েন্ট), জিম্বাবুয়ে (তিন পয়েন্ট), পাকিস্তান (দুই পয়েন্ট) ও নেদারল্যান্ডস (কোনও পয়েন্ট পায়নি)। প্রতিটি দলের দুটি করে ম্যাচ বাকি আছে। সেই পরিস্থিতিতে সেমিফাইনালে ওঠার জন্য পাকিস্তানকে নিজেদের সব ম্যাচে জিততে হবে। তারপর অন্য দলের দিকে তাকিয়ে থাকতে হবে বাবরদের।

 

দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বাকি আছে। ওই দুটি ম্যাচে জিতলে পাকিস্তানের পয়েন্ট হবে ছয়। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ পয়েন্ট হতে পারে সাত। সেটার সম্ভাবনাই বেশি। কারণ নেদারল্যান্ডসের বিরুদ্ধে সেই ম্যাচ খেলবেন প্রোটিয়ারা। ওই একটা ম্যাচ জিতলেই প্রোটিয়ারা সেমিফাইনালের টিকিট পেয়ে যাবেন। তখন একটি স্থানের জন্য বাকি চার দলের লড়াই হবে।

 

অন্যদিকে, বাংলাদেশের (পাকিস্তানের বিপক্ষে হারবে ধরে) সর্বোচ্চ পয়েন্ট হতে পারে ছয়। সেজন্য ভারতকে হারাতেই হবে। বাংলাদেশ যদি ভারতকে হারিয়ে দেয়, তাহলে রোহিত শর্মাদেরও ঝুলিতে ছয় পয়েন্ট থাকবে (জিম্বাবুয়েকে হারিয়ে দেবে ধরে)। তাহলে পাকিস্তানের রাস্তা থেকেও জিম্বাবুয়ে সরে যাবে। কারণ, জিম্বাবুয়ে একটি ম্যাচ হারলেই ছয় পয়েন্টে পৌঁছাতে পারবে না।

 

সেই পরিস্থিতিতে পাকিস্তান চাইবে বাংলাদেশের বিপক্ষে হেরে যাক ভারত। কিন্তু জিম্বাবুয়ের বিরুদ্ধে জিতে যাক। কারণ নেদারল্যান্ডসের বিরুদ্ধে জিম্বাবুয়ের জয়ের সম্ভাবনা প্রবল। সেক্ষেত্রে জিম্বাবুয়ের পয়েন্ট পাঁচ হয়ে যাবে। ভারতের বিরুদ্ধে জিতে গেলে সেটা হয়ে যাবে সাত। তাই নিজেদের স্বার্থে জিম্বাবুয়ে ম্যাচে ভারতকে সমর্থন করবে পাকিস্তান। 

 

অর্থাৎ পাকিস্তান যেমন চাইছে, সেরকম হলে গ্রুপ পর্যায়ের ম্যাচের শেষে তিনটি দলের পয়েন্ট দাঁড়াবে ছয়। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার সঙ্গী কোন দল হবে, তা নেট রানরেটের ভিত্তিতে নির্ধারিত হবে। আপাতত নেট রানরেটের নিরিখে ওই তিন দলের মধ্যে শীর্ষে আছে ভারত। একেবারে শেষে আছে বাংলাদেশ। সাকিব আল হাসানদের নেট রানরেট এতটাই খারাপ যে তাদের কার্যত কোনও সুযোগ নেই।

 

পাকিস্তান আশা করবে, বাকি দুটি ম্যাচ জিতে নিজেদের নেট রানরেট এমন বাড়িয়ে রাখতে হবে যে তা ভারতের থেকে বেশি থাকবে। তবেই মিলবে সেমিফাইনালের টিকিট।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর