ঢাকা, ১৩ অক্টোবর সোমবার, ২০২৫ || ২৭ আশ্বিন ১৪৩২
good-food
৭২০

রকেট উৎক্ষেপণে মার্কিন হুঁশিয়ারি পাত্তা দিচ্ছে না ইরান

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:০৭ ৪ জানুয়ারি ২০১৯  

ইরানের মহাকাশযান প্রেরণ ও ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির পাল্টা জবাবে ইরান বলেছে, তারা জাতিসংঘের রেজ্যুলেশনের কোনো লঙ্ঘন করছে না।
মহাকাশে তিনটি রকেট উৎক্ষেপণের পরিকল্পনা করছে তেহরান। তার আগেই বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আগাম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এগুলো উৎক্ষেপণ করা হলে তা হবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজ্যুলেশনের লঙ্ঘন। কারণ, এগুলোতে ব্যালেস্টিক মিসাইল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

কিন্তু, ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ এই হুঁশিয়ারি প্রত্যাখ্যান করেছেন বলে খবর দিয়েছে কাতারের সংবাদমাধ্যম আলজাজিরা।

এক টুইটে তিনি বলেন, ইরানের মহাকাশযান উৎক্ষেপণ এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষা রেজ্যুলেশন ২২৩১-এর লঙ্ঘন নয়। জাভেদ জারিফ  বলেন, যুক্তরাষ্ট্র বাস্তবিকই এই রেজ্যুলেশন ভঙ্গ করছে এবং তারা এ বিষয়ে কাউকে নীতিবাক্য শোনানোর অবস্থায় নেই।

ইরানের উপ-প্রতিরক্ষামন্ত্রী জেনারেল কাসেম তাকিযাদেহ গত নভেম্বর মাসে ইরানের মিডিয়াকে জানান, তারা শিগগিরই দেশে তৈরি তিনটি স্যাটেলাইট উৎক্ষেপণ করবেন।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর