ঢাকা, ২৪ এপ্রিল বুধবার, ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১
good-food
২৮৫

রাজধানীতে বৃষ্টির হানা, বাড়ছে শীত

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:৩৮ ১২ জানুয়ারি ২০২২  

রাজধানী ঢাকায় হানা দিয়েছে বৃষ্টি। মঙ্গলবার রাত ৯টার পরপরই বৃষ্টি শুরু হয়। ক্রমান্বয়ে তা বাড়তে থাকে। তা নগরবাসীর ভোগান্তিরও কারণ হয়ে ওঠে।

 

আগামী দুই দিনে দেশের অধিকাংশ এলাকায়ই বৃষ্টি নামবে-এমন পূর্বাভাস রয়েছে আবহাওয়া অধিদপ্তারের। এর মধ্য দিয়ে তাপমাত্রা কমে বাড়তে পারে শীত।

 

আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকার পাশাপাশি চুয়াডাঙ্গা ও ঈশ্বরদীতে হালকা বৃষ্টিও ঝরেছে। এতে দেশের বেশির ভাগ এলাকায় দিনের তাপমাত্রা কিছুটা কমেছে। ঢাকার জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, বুধবার ও বৃহস্পতিবার থেমে থেমে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

 

এছাড়া আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বৃষ্টির প্রভাব কেটে গেলে আগামী কয়েক দিনের মধ্যে শীত বাড়তে পারে বলে জানায় আবহাওয়াবিদরা।

 

সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৫ ডিগ্রি থেকে বেড়ে হয়েছে ১৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।