ঢাকা, ২৯ আগস্ট শুক্রবার, ২০২৫ || ১৪ ভাদ্র ১৪৩২
good-food
৭৯১

‘রাজহংস’ এখন দেশে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৪২ ১৪ সেপ্টেম্বর ২০১৯  

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হচ্ছে চতুর্থ বোয়িং সেভেন এইট সেভেন ড্রিমলাইনার ‘রাজহংস’। শনিবার বিকেল পৌনে ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় উড়োজাহাজটি।
অবতরণের পর ওয়াটার ক্যাননের মাধ্যমে ‘রাজহংস’কে স্বাগত জানানো হয়। ১২ সেপ্টেম্বর বিমানের চতুর্থ ড্রিমলাইনারের দেশে আসার কথা ছিল। তবে যান্ত্রিক ত্রুটির কারণে নির্দিষ্ট সময়ের দুইদিন পরে বিমানের কাছে উড়োজাহাজটি হস্তান্তর করে বোয়িং। এটি যুক্তরাষ্ট্রের জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান।

মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে রাজহংস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি যুক্ত হওয়ার মধ্য দিয়ে বিমান বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়াবে ১৬। সবশেষ গেল ২৫ জুলাই বিমানের বহরে যুক্ত হয় তৃতীয় ড্রিমলাইনার গাঙচিল।

বর্তমানে ড্রিমলাইনার লন্ডন, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে যাচ্ছে। বহরে উড়োজাহাজ বাড়ায় অক্টোবরে মদিনা, এর পরে চীনের গুয়াংজু ও জানুয়ারিতে ম্যানচেস্টারে ফ্লাইট চালু করবে বিমান বাংলাদেশ।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর